অসুস্থ বর্ষীয়ান বাম নেতা, হাসপাতালে ভর্তি সূর্যকান্ত মিশ্র,

অসুস্থ বর্ষীয়ান বাম নেতা, হাসপাতালে ভর্তি সূর্যকান্ত মিশ্র, হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান বাম নেতা সূর্যকান্ত মিশ্র (Surya Kanta Mishra)। বুধবার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)  ভর্তি করা হয়েছে তাঁকে। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। আলিমুদ্দিন সূত্রে খবর, আচমকা বুকে ব্যথা শুরু হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত চেক আপের জন্য কয়েকদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি থাকাকালীন, তাঁকে দেখতে গিয়েছিলেন সূর্যকান্ত (Surya Kanta Mishra)।।

 

 

 

 

 

 

 

 

সম্প্রতি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surya Kanta Mishra)।। এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে সেই সময় হাসপাতালে ভর্তি করাতে হয়নি তাঁকে। বাড়িতে থেকেই সুস্থ হয়েছিলেন বাম নেতা। তবে গত বছর বড়সড় দুর্ঘটনা কোনও ক্রমে এড়িয়েছিলেন সূর্যকান্ত (Surya Kanta Mishra)।। মৌলালির কাছে সিপিএমের (CPIM)  মিছিল চলছিল। সেই সময় একটি গাড়ি সূর্যকান্ত মিশ্রের (Surya Kanta Mishra)। সামনে চলে এসেছিল। কোনওরকমে রক্ষা পান।

 

 

 

 

আরও পড়ুন –   ‘দড়ি ধরে মারো টান মাও-মাকু-নকশালরা হবে খানখান’, হুঁশিয়ারি তৃণাঙ্কুরের,

 

 

আরও পড়ুন –  ভিতরে যাওয়ার কোনও সুযোগই ছিল না, হস্টেলের গেট বন্ধ রাখতে বলেছিলেন সুপার-ছাত্রেরা,…

 

জানা গিয়েছে, এদিন সকালে বাড়িতেই বুতে ব্যথা অনুভব করেন তিনি। দেরী না করে নিজেই হাসপাতালে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। দলের তরফে তাঁকে এসএসকেএমে (SSKM) ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও সূর্যকান্ত মিশ্র নিজে একজন চিকিৎসক। সে কারণেই সম্ভবত দ্রুত হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। আপাতত ভয়ের কোনও কারণ নেই বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

 

( সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )