দুয়ারের সরকার প্রকল্প না করে পশ্চিমবঙ্গের জেলা গুলোর উন্নয়ন করুন, বিস্ফোরক মন্তব্যে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সিপিআইএমের ছাত্রনেতা শতরূপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা ২ জানুয়ারি ২০২১ উত্তর ২৪পরগণা: দুয়ারের সরকার প্রকল্প না করে পশ্চিমবঙ্গের জেলা গুলোর উন্নয়ন করুন, কারণ আগামী তিন মাস পর মুখ্যমন্ত্রী ও ভাইপোকে জেলে থাকতে হবে, বারাসাতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিআইএমের ছাত্রনেতা শতরূপ ঘোষ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শতরূপ ঘোষ বলেন, সরকারের যমের দুয়ারে যাওয়ার সময় এসে গেছে মরণকালে হরির নাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি হাতে যে তিন মাস সময় আছে, সব প্রকল্প ছেড়ে একটাই প্রকল্প নিক পশ্চিমবাংলার জেলখানাগুলোর উন্নয়ন করুন। কারণ তিন সাড়ে তিন মাস পর আপনাকে ও ভাইপো কে ওখানেই থাকতে হবে। মানুষের চিকিৎসা পাওয়াটা মানুষের অধিকার এবং কোভিড পরিস্থিতিতে ছেলেমেয়েদের শিক্ষার জন্য যে অনলাইন ব্যবস্থা দরকার, এগুলো সব মানুষের অধিকার সরকারি দয়া নয়। এগুলো মানুষের বহু আগেই পাওয়ার দরকার ছিল। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো ঘোষণা করেছেন,এখনো দেননি। কিছুদিন আগেই মমতা ব্যানার্জি বলেছিলেন, পশ্চিমবাংলা সরকারি হাসপাতালগুলোতে বিনা পয়সায় মানুষের চিকিৎসা হয়। তাই যদি হয় তাহলে প্রাইভেট নার্সিং হোমের বিল মেটানোর জন্য স্বাস্থ্য সাথী কার্ড কেন আনতে হচ্ছে? তাহলে স্বীকার করুন সরকারি হাসপাতালে বিনা পয়সায় মানুষের চিকিৎসা হয় না। মাঝখান দিয়ে সরকারি টাকাগুলো প্রাইভেট নার্সিং হোমের মালিকদের দেওয়ার জন্য ট্রানস্ফার করছেন। স্বাস্থ্য সাথী কার্ড এর লিমিট ৫ লক্ষ টাকা রেখেছে মুখ্যমন্ত্রী তবে বেসরকারি হাসপাতালগুলো কত বিল চার্জ করতে পারে তারা আপার লিমিট যদি না বেঁধে দেন তাহলে এর কি মূল্য আছে। তাহলে এই স্বাস্থ্য সাথী কার্ড এর কি মূল্য।

আরও পড়ুন…নকল সস তৈরির ঘটনায় গ্রেফতার দুই ব্যাক্তি