আইপিএল শুরু হচ্ছে ? প্রকাশিত প্রতিযোগিতার সূচি ? চলতি বছর আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। কবে থেকে শুরু হবে প্রতিযোগিতা? চলতি বছরের মার্চে শুরু হবে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ফাইনাল হওয়ার কথা ২১ মে। এ বার প্রকাশ হল ছেলেদের আইপিএলের সূচি। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের ৩১ মার্চ শুরু হবে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে কোন দুই দল মুখোমুখি হবে সেটাও জানানো হয়েছে , প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স মাঠে নামছে। হার্দিক পাণ্ড্যদের মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। আইপিএল-১৬-র উদ্বোধনীর দিন আমেদাবাদে সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে ধোনি ও হার্দিকের দল। দ্বিতীয় দিনই রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। মোহালিতে বিকেল ৩.৩০ মিনিটে আইপিএল-২০২৩ এর ডাবল হেডারের প্রথম ম্যাচে খেলবে নাইটরা। আইপিএল-২০২৩ এর প্রথম ৩ দিনের মধ্যেই ১০ দলের একটি করে ম্যাচ হয়ে যাবে
মোট ১২টি মাঠে হবে এ বারের আইপিএল। অর্থাৎ, ১০টি দলের ১০টি মাঠ ছাড়াও আরও ২টি মাঠ রয়েছে তালিকায়। এই ১২টি মাঠ হল— আমদাবাদ, মোহালি, লখনউ, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, জয়পুর, মুম্বই, গুয়াহাটি ও ধর্মশালা। এ বারের আইপিএলেও গত বারের মতো দু’টি গ্রুপ রয়েছে। গ্রুপ এ-র পাঁচটি দল হল— মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ বি-র পাঁচটি দল হল— চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স।
আরও পড়ুন – মার্চের মধ্যে Aadhaar PAN লিঙ্ক না করলে একাধিক সমস্যায় পড়তে পারেন
গ্রুপ পর্যায়ে সব মিলিয়ে মোট ৭০টি প্রতিযোগিতা হবে। ২১ মে শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা। ২৮ মে হবে আইপিএলের ফাইনাল।