ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গুস্সা ! গ্যালারিতে মেসি…মেসি, রেগেমেগে লাথি রোনাল্ডোর!

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গুস্সা ! গ্যালারিতে মেসি…মেসি, রেগেমেগে লাথি রোনাল্ডোর!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গুস্সা ! গ্যালারিতে মেসি…মেসি, রেগেমেগে লাথি রোনাল্ডোর! একে ম্যাচে হার। তার উপর গ্যালারিতে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির (Lionel Messi) নাম ধরে চিৎকার। মাথা ঠিক রাখা যায়? রোনাল্ডোও পারলেন না। মারলেন সজোরে এক লাথি…! ঘটনাটি বৃহস্পতিবার রাতে আল নাসের (Al Nassr) বনাম আল ইত্তিহাদ ম্যাচের। সৌদি প্রো লিগের ম্যাচে ০-১ গোলে হেরে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল নাসের। এই হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন রোনাল্ডোরা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর দেখা যায় ক্ষুব্ধ রোনাল্ডোকে শান্ত করার চেষ্টা করছেন এক সতীর্থ। রোনাল্ডো কতটা তাঁর কথা কানে তুলেছেন তা বোঝা মুশকিল। সতীর্থর চেয়ে গ্যালারির দিক থেকে কী আওয়াজ আসছে সেদিকে বেশি মনোযোগী দেখা গেল সিআর৭-কে। কারণ গ্যালারিতে তখন মেসির নামে জয়গান। এমনিতেই হেরে গিয়ে হতাশ ছিলেন, তার উপর মেসি’র নাম শুনে তেলেবেগুনে জ্বলে ওঠেন।

 

 

ম্যাচের পর হতাশায় মাথা ঝাঁকাতে ঝাঁকাতে মাঠ থেকে বেরিয়ে আসছিলেন রোনাল্ডো। দৃশ্যতই হতাশ ও ক্ষুব্ধ দেখিয়েছে তাঁকে। সতীর্থর সান্ত্বনা সত্ত্বেও সিআর৭-এর রাগ কমছিল না। একটু পরেই দেখা গেল টাচলাইনের কাছে পড়ে থাকা বোতল এক লাথি মেরে সরিয়ে দিচ্ছেন। ক্রিশ্চিয়ানোকে আরও ক্ষেপিয়ে দিতে গ্যালারির দর্শকের মুখে তখন মেসি…মেসি।

 

 

আরও পড়ুন – ইডির হাতে গ্রেফতার কুন্তল-ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়

 

আল নাসেরের হয়ে বেশ কয়েকটি ম্যাচে হ্যাটট্রিকের পর হঠাৎই গোলের খরা শুরু হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সৌদি প্রো লিগে আল নাসের ও আল বাতেনের মধ্যে ম্যাচটি রোনাল্ডোরা ৩-১ গোলে জিতলেও স্কোরশিটে নাম ছিল না রোনাল্ডোর। বৃহস্পতিবার রাতে আল ইত্তিহাদের বিরুদ্ধেও গোল করতে পারেননি রোনাল্ডো। ৩৮ বছরের পর্তুগিজ মহাতারকা আল ইত্তিহাদের জালে বল জড়াতে না পারায় ম্যাচটি হেরে যায় আল নাসের। রেকর্ড অর্থে সৌদি আরবের ক্লাবে পাড়ি দেওয়ার পর প্রতি ম্যাচেই সিআর৭-এর প্রতি প্রত্যাশা রাখে সমর্থক থেকে ক্লাব। উল্টে পরপর দুটি ম্যাচে গোল করতে পারেননি রোনাল্ডো। আল ইত্তিহাদের বিরুদ্ধে ম্যাচটাই হেরে বসলেন।

RECOMMENDED FOR YOU.....