রজনীকান্তের “জেলার’ সপরিবারের দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! রজনীকান্তের ফ্যান?

রজনীকান্তের “জেলার’ সপরিবারের দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! রজনীকান্তের ফ্যান?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রজনীকান্তের “জেলার’ সপরিবারের দেখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! রজনীকান্তের ফ্যান? তিনি কি রজনীকান্তের (Rajanikant) ফ্যান? হয়তো শুনে অনেকেই অবাক হয়ে যাচ্ছেন। কিন্তু এই তথ্য এত দিন জানা ছিল না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) সত্যিই হয়তো ভারতীয় সুপারস্টার রজনীকান্তের ফ্যান! সৌদি আরবে পৌঁছে গিয়েছেন সিআর সেভেন। আল নাসেরকে (Al Nassr) আরব ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুললেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করতে পারেননি পর্তুগিজ তারকা। সৌদি প্রো লিগে আবার হেরেও গিয়েছে রোনাল্ডোর টিম। তাতে যে সিআর সেভেনের জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি, সন্দেহ নেই। এরই মধ্যে আবার রোনাল্ডোকে অন্য খবর। দুবাইয়ে সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন রোনাল্ডো। সেখানে যা করেছেন, তাতেই খবরের শিরোনামে রোনাল্ডো। রজনীকান্তের সিনেমা ‘জেলার’ রিলিজ করেছেন কয়েক দিন আগেই। সারা বিশ্বের নানা সিনেমা হলে রমরমিয়ে চলছে রজনীর সিনেমা। দুবাইয়ের বিখ্যাত মাল্টিপ্লেক্সেও রিলিজ করেছে। খবর অনুযায়ী, রোনাল্ডো সপরিবারে দুবাইয়ের এক বিখ্যাত মাল্টিপ্লেক্সে গিয়েছিলেন রজনীর সিনেমা দেখতে।

 

 

 

 

 

 

প্রায় দু”বছর পর আবার পর্দায় ফিরেছেন রজনীকান্ত। ‘জেলার’ রিলিজ হওয়ার পর ইতিবাচক রিভিউও মিলেছে। ইতিমধ্যেই ৪৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। রজনীর অভিনয়ও বেশ প্রশংসা পেয়েছে। প্রশ্ন হল, রোনাল্ডোর কেমন লেগেছে জেলার? যদিও সিআর সেভেন রজনীরই সিনেমা দেখতে গিয়েছিলেন কিনা, তা নিশ্চিত নয়। আবার যাননি, তাও বলা যাচ্ছে না। ফলে, রোনাল্ডো এবং রজনীর জেলার খবরের হেডিংয়ে উঠে এসেছে।

 

 

 

 

আরও পড়ুন –   ‘কালীঘাটের কাকু’র মেয়ে, জামাইয়ের ভবানীপুরের ফ্ল্যাটে ইডি হানা

 

 

 

 

 

রোনাল্ডো কি ‘জেলার’ দেখতে গিয়েছিলেন? সপরিবারে দুবাইয়ের সিনেমা হলে যে সিনেমা দেখতে গিয়েছিলেন, তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিআর সেভেন। কিন্তু তা যে ‘জেলার’ই, কিছুটা হলেও সন্দেহ আছে। কারণ আল নাসেরের মহাতারকা তা নিয়ে খোলসা করেননি। কিন্তু বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, রোনাল্ডো ভারতের কিংবদন্তি অভিনেতার সদ্য রিলিজ হওয়া সিনেমা ‘জেলার’ই দেখতে গিয়েছিলেন। রোনাল্ডো অবশ্য নিজেই সিনেমাহলে সপরিবারে তোলা ছবি পোস্ট করেছেন। তাতেই বেড়েছে জল্পনা।

RECOMMENDED FOR YOU.....