স্বাস্থ্যবিধি শিকেয় তুলে ছটপুজোর সামগ্রি কিনতে উপচে পড়ছে মানুষজনের ভিড়

স্বাস্থ্যবিধি শিকেয় তুলে ছটপুজোর সামগ্রি কিনতে উপচে পড়ছে মানুষজনের ভিড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৯ নভেম্বর ২০২০ পশ্চিম বর্ধমান: ছট পুজো উপলক্ষ্যে এবছর ঘাটে জমায়েত নিয়ে কড়া নির্দেশ জারি করেছে হাইকোর্ট। এবছরে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে নানা রকম ব্যাবস্থা নেওয়া হয়েছে এবং বিভিন্ন অস্থায়ী জলাশয়ে এখনও ঘাট নির্মাণের কাজ চলছে।

ভিড় এড়াতে ৪৪টির পরিবর্তে ৫১টি ঘাট নির্মাণ করা  হচ্ছে তারপরেও সচেতন করা  যাচ্ছেনা মানুষজনদের। ছট পূজার আগে ফল মূল থেকে ছট পূজার সামগ্রী কিনতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে দুর্গাপুরে ।শুক্রবার এবং শনিবার ছট পূজা,তার আগে ফল,আঁখ, সবজি,ঝুড়ি কুলো কিনতে সকাল থেকে ভিড় জমাচ্ছেন মানুষজন।

আরও পড়ুন…পেটের জ্বালায় ব‍্যবসা পুনরায় চালুর দাবিতে স্টেশনে বিক্ষোভ হকারদের

প্রত্যেক বছর সারা রাজ্যের পাশাপাশি শিল্প শহর দুর্গাপুরেও পালিত হয় ছট পুজো। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির নিয়ম উঠেছে শিকেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top