নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪পরগণা:- কথায় আছে, “সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার !”,
আর তাই আজকে মহালয়ার পবিত্র লগ্নে গঙ্গাসাগরে পুণ্যস্নান ও তর্পনের জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন।
কোভিড নাইনটিনের কথা মাথায় রেখে এবছর সোশ্যাল ডিসটেন্স মেনে মাক্স পরে বাবা কপিলমুনি মন্দিরে পূজো দেওয়া চলছে এবং কোনো কোনো পুণ্যার্থীরা দানধ্যানও করছেন। কেউ কেউ আবার বাবার মন্দিরের সামনে নারকেল ফাটিয়ে পরিবারের শান্তি কামনা করছেন। যদিও অন্যান্য বছরের তুলনায় এই বছর কোভিড নাইনটিনের জন্য বাইরের পুণ্যার্থীর সংখ্যা অনেক কম, স্থানীয় পুণ্যার্থীই বেশি।
গঙ্গাসাগরের পাড়ে মাইকিং করে পুলিশের পক্ষ থেকে ক্রমাগত পুণ্যার্থীদের সতর্ক করা হচ্ছে। এমনকি সমুদ্র উত্তাল থাকার কারণে পূণ্যার্থীদের বেশি দূরে স্নান করতে না যাওয়ার জন্যও বারবার প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। N.D.R.F কর্মীরা ও স্পীডবোট নিয়ে নদীতে নজরদারি চালাচ্ছে যাতে কোনো পুণ্যার্থীরা দুর্ঘটনার কবলে না পড়ে।