
Tmc দলে থাকা বেনোজলদের নিয়ে এবার কড়া ব্যবস্থা নেবে Darjeeling জেলা Tmc । বিশেষ করে দলের সাংগাঠনিক স্তরে থাক বেনোজলদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নিতে চলেছে জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্বরা। Municipallity ভোটকে পাখির চোখ করে ব্লক ভিত্তিক সংগঠন সাজাতে নবীন-প্রবীণের সমন্বয়েই আস্তা তৃণমূল জেলা কমিটির
শনিবার Darjeeling জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার জানান ,দলের ভেতরে এই ধরনের ব্যক্তিদের বরদাস্ত করা হবে না। ব্লক স্তরে দলীয় সংগঠনে সার্ভে করা হবে। এদিন দার্জিলিং জেলা Tmc সভাপতি রঞ্জন সরকার বলেন বেনোজল কিছু জেলার দলের অন্দরে ঢুকেছে। ঢুকেই কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা করছে।
আর ও পড়ুন Kanyashree দিবসে পাঁচ হাজার টাকায় শিশু কন্যাকে বিক্রি করলো মা!
ব্লক কমিটি তাদের বিরুদ্ধে ব্লক ভিত্তিক কড়া ব্যবস্থা নেবে। সম্প্রতি শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার নিজেদের তৃণমূল নেতা পরিচয় দিয়ে দাদাগিরির ঘটনা প্রকাশ্যে এসেছে। সরকারি প্রকল্প ভাঙিয়ে কিছু অসাধু ব্যক্তি ফর্ম বিলি করে তোলা তুলে নিজেদের তৃণমূল নেতা পরিচয় দিচ্ছেন। যদিও এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত সকলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ধরনের একাধিক ঘটনার পরই নিয়ন্ত্রণরেখা স্পষ্ট করতে কড়া হাতে রাশ টানতে চলেছে তৃণমূল।
ভোটের আগে ও পরবর্তী সময়তে অন্য রাজনৈতিক দল থেকে ঘাসফুলের যোগদানের ঝড় উঠেছে।সেখানেই বিজেপি সহ অন্য দিকে থেকে ব্লক স্তরে যোগদান করা কর্মীদের মধ্যেই উপস্থিতি রয়েছে বেনোজলদের এমনই ইঙ্গিত স্পষ্ট করছে তৃণমূল।
এদিন তৃণমূলের Darjeeling জেলা সভাপতি রঞ্জন সরকার বলেন নির্বাচনের আগে ও পরবর্তী সময়তে যোগদানের জোয়ার নেমেছে অন্যান্য রাজনৈতিক দলীয় কর্মীদের। আবার অনেক ক্ষেত্রে কিছু মানুষ নিজে থেকেই দলীয় ঝান্ডা হাতে তুলে নিয়ে মিটিং মিছিলে যোগদান করে নিজেদের কর্মী বলে পরিচয় দিচ্ছেন এলাকায়। জেলা কমিটির তরফে ব্লকে ব্লকে একেবারেTmc স্তরে সংগঠনের কর্মী নেতাদের গতিবিধি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
আর ও পড়ুন সরকারি চাকরি পেতে Maobadi তকমা পাওয়ার হিড়িক জঙ্গলমহল জুড়ে
ব্লক কমিটির কাছ থেকে কর্মীদের গতিবিধি জানতে চাইবে জেলা কমিটি। ব্লক কমিটিকে দিয়েই তাদের বিরুদ্ধে ব্যবস্থা। চূড়ান্ত ঝাড়াই বাছাই করা নবীন ও প্রবীণদের রেকর্ড দেখেই দলীয় পদের জন্য নাম যাবে রাজ্য শীর্ষ নেতৃত্বদের কাছে। রঞ্জন বাবু বলেন নতুনদের মধ্যে প্রচুর দক্ষ কর্মী রয়েছে। দলীয় বিভিন্ন পদের জন্য তাদের নামের তালিকা তৈরি করে তা রাজ্য কমিটিকে পাঠানো হবে।
ব্লক স্তরের সংগঠনকে আরও মজবুত করতে নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন হবে বলেই জানান রঞ্জন বাবু। শিলিগুড়ি মহকুমা এলাকায় বিজেপির ব্যতিক্রমী ফলকে গুরুত্ব দিয়েই ঢিল দিতে নারাজ তৃণমূল।পুরো নিগম ভোটের আগে ব্লক সংগঠনে শক্তিশালী করতে অধিক জোড় আরোপ করছেন ঘাসফুল শিবিরের জেলা নেতৃত্বেরা।
উল্লেখ্য, ভোটের আগে ও পরবর্তী সময়তে অন্য রাজনৈতিক দল থেকে ঘাসফুলের যোগদানের ঝড় উঠেছে।সেখানেই বিজেপি সহ অন্য দিকে থেকে ব্লক স্তরে যোগদান করা কর্মীদের মধ্যেই উপস্থিতি রয়েছে বেনোজলদের এমনই ইঙ্গিত স্পষ্ট করছে তৃণমূল।
জানা গিয়েছে, জেলার ব্লক কমিটির কাছ থেকে কর্মীদের গতিবিধি জানতে চাইবে জেলা কমিটি। ব্লক কমিটিকে দিয়েই তাদের বিরুদ্ধে ব্যবস্থা। চূড়ান্ত ঝাড়াই বাছাই করা নবীন ও প্রবীণদের রেকর্ড দেখেই দলীয় পদের জন্য নাম যাবে রাজ্য শীর্ষ নেতৃত্বদের কাছে। রঞ্জন বাবু বলেন নতুনদের মধ্যে প্রচুর দক্ষ কর্মী রয়েছে। দলীয় বিভিন্ন পদের জন্য তাদের নামের তালিকা তৈরি করে তা রাজ্য কমিটিকে পাঠানো হবে।