নিউজ ডেস্ক ৩১ জুলাই ২০২১ : অনেকেই থাকেন যাদের কুনুইতে, গলায় , ঘরে কালো ছোপ ছোপ দাগে ভরে যায়। নানার রকম পন্থা ব্যবহার করেও কিছুতেই ওঠে না এই দাগ।
একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি। তবে আর চিন্তা নেই। বাড়িতেই ঘরোয়া কিছু উপায়ের মধ্যে দিয়েই দূর করুন শরীরে কালো ছোপ দাগ।
একনজরে দেখে নিন কিভাবে ঘরোয়া উপায় নির্মূল করবেন ঘাড়ের, গলার কালো ছোপ দাগ
ত্বকের ডেড সেল সরাতে আপেল সিডার ভিনিগার খুবই কার্যকরী। একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার এর সঙ্গে অল্প একটু জল মিশিয়ে নিন। এরপর ঘাড়ের কালো অংশে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবং তার পরে জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন দীর্ঘদিন করার পরে আপনার কালো ছোপ অনেকটাই নির্মূল হয়ে উঠেছে।
ত্বকের সমস্যা মেটাতে আলোভেরা খুবই কার্যকর। অ্যালোভেরা জেলের মিনারেল, ভিটামিন ত্বকের পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে। অ্যালোভেরা জেল এর সঙ্গে একটু স্ক্রাব নিয়ে স্নান করার সময় কিছুক্ষন স্ক্রাব করুন। এবং তার পরে ধুয়ে ফেলুন। বেশ কিছুদিন করার পর দেখবেন আপনার ফল মিলছে।
কালো ছোপ দাগ তুলতে আলু খুবই কার্যকর। আলুর রস লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। কিছুদিন পর থেকেই পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন ।
টক দই খুবই কার্যকর। ত্বককে উজ্জ্বল করার ক্ষেত্রে অল্প একটু ত্বক দই ঘাড়ে লাগিয়ে নিন এবং পনের মিনিট পরে ধুয়ে ফেলুন। কিছুদিন পর থেকেই আপনি বুঝতে পারবেন আপনার কালো ছোপ দাগ অনেকটাই উঠতে শুরু করে দিয়েছে ।
আরো পড়ুন …ত্বককে উজ্জ্বল ঝকঝকে দেখাতে চান? মনভোরে ‘চা’ পান করুন তাহলে
তবে, অবশ্যই এই সমস্ত উপকরণ আপনি যদি ফল না পান বা যদি কোন রকম এলার্জির সমস্যায় পড়ে যান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ।সুস্থ থাকুন ।ভালো থাকুন।