দিনহাটায় স্বাস্থ্য মেলা ( health fair ). কমল গুহর ৯৫ তম জন্ম উৎসব উপলক্ষে ১১ তম বর্ষ দু’দিন ব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধন হল দিনহাটায়। বেলা গুহ দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ সমিতি ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের যৌথ পরিচালনায় এবং দিনহাটা পুরসভার সহযোগিতায় দু’দিনব্যাপী স্বাস্থ্য মেলা দিনহাটা সংহতি ময়দানে শুরু হয়। রবিবার পর্যন্ত চলবে এই মেলা। শনিবার সকাল সাড়ে ১১ টায় ফি কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শশী পাঁজা ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ি পুর কর্পোরেশনের মেয়র গৌতম দেব, জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী,কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান, জেলা পুলিশ সুপার সুমিত কুমার, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেব কুমার মুখোপাধ্যায়, দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী,চিকিৎসক মলয় চক্রবর্তী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শিক্ষানুরাগী গিরীন্দ্রনাথ বর্মন, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল, দিনহাটা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন বর্মন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন স্বাস্থ্য মেলা কমিটির সভাপতি চিকিৎসক বিদ্যুৎ সাহা।
চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেন, আগে এই স্বাস্থ্য মেলা একদিনের হত। বর্তমানে সেটা দুদিন হচ্ছে। প্রয়োজনে আরো একদিন যদি বাড়ানো হয় সেটা আমরা পরিস্থিতির উপর নির্ভর করবে।
এদিন স্বাস্থ্য মেলার উদ্বোধনের পর মন্ত্রী শশী পাঁজা চিকিৎসকদের বিভিন্ন স্টল গুলি ঘুরে দেখেন। কথা বলেন চিকিৎসকদের পাশাপাশি মেলায় আসা রোগীদের সাথেও। তিনি লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছেও তাদের সমস্যার কথা জানতে চান। এর আগে স্বাস্থ্য মেলা ২০২৩ উপলক্ষ্যে বেলুন ও পায়রা উড়ানো হয়।
আরও পড়ুন – ভারত জোড়ো অভিযানের পরে এবার হাত সে হাত জোড়ো অভিযান
প্রথম দিনই বেশ কয়েক হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্য মেলা কমিটির পক্ষ থেকে সভাপতি বিদ্যুৎ কমল সাহা মন্ত্রী শশী পাজাকে পুষ্পস্তবক ও শাল পড়িয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শশী পাঁজা এ ধরনের এই মেলার উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, আজ থেকে কত বছর আগে কমল গুহ স্বাস্থ্য মেলা শুরু করেছিলেন। তার যে প্রাসঙ্গিকতা আজ তা আমরা বুঝতে পারছি। তার প্রয়াণের পর উদয়ন গুহ ধারাবাহিকভাবে সেই প্রয়াস কে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যর দিকটি বিশেষ অগ্রাধিকার দিয়েছে। সকলের কাছে যাতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছায় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য সাথী কার্ডের মধ্য দিয়ে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে রাজ্য সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেলা কমিটির সম্পাদক বিধায়ক উদয়ন গুহ উল্লেখ করেন, কমল গুহ দিনহাটায় স্বাস্থ্য মেলা চালু করেছিলেন। সেই মেলাকে তারা আরও সুন্দর করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলকে নিয়ে তারা এই মেলা করে চলছেন গত ১১ বছর ধরে। এবছরও এ রাজ্যের পাশাপাশি রাজ্যের বাইরে থেকেও চিকিৎসকরা আসেন ।পাশাপাশি তিনি বলেন, স্বাস্থ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে স্মরণিকা প্রকাশ করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।