নিউজ ডেস্ক, ৩ অক্টোবর, ২০২০: শনিবার শারজায় মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। ভারতীয় সময় ৭ টা ৩০ থেকে শুরু হবে খেলা। এর আগের ম্যাচেই রাজস্থান রয়্যালসকে হারিয়েছে কেকেআর।
পর পর দুটো ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে নাইটরা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস প্রথম দুটো ম্যাচ জিতলেও আগের ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে। তাই শারজায় জয়ে ফিরতে মরিয়া দিল্লি। তবে জয়ের হ্যাটট্রিক করতে তৈরি রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শিবম মাভি, কমলেশ নাগরকোটি, শুভমান গিল- এই তিন তরুণ ক্রিকেটার রয়েছেন দুরন্ত ফর্মে । কলকাতা অধিনায়কের ব্যাটে রান নেই এটা অবশ্য চিন্তা বাড়াচ্ছে নাইট থিঙ্কট্যাঙ্ককে।
আরও পড়ুন…এবারে দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বন্ধ মল্লিক বাড়ির পুজো
সুতরাং আজকের ম্যাচ যে একেবারে হাড্ডাহাড্ডি পর্যায়ে হতে চলেছে তা কোন সন্দেহ না রেখেই বলা যায় আগে থেকেই।