পাচারের আগেই  উদ্ধার ময়না পাখি

নিজস্ব সংবাদদাতা ১৬ নভেম্বর ২০২০ শিলিগুড়ি:  নেপালে পাচারের আগেই বেশ কয়েকটি ময়নাপাখি উদ্ধার করল সালুগাড়া রেজের বনকর্মীরা। রবিবার রাতে মাটিগাড়া এলাকার নেপালে পাচারের আগেই বেশ কয়েকটি ময়না পাখি উদ্ধার হয় ।

গোপন সুত্রে খবর পেয়ে শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত সহ বনকর্মীরা মাটিগাড়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কাছে নির্দিষ্ট নম্বরের গাড়িতে অভিযান চালায়। বনকর্মীদের উপস্থিতি  টের পেয়ে গাড়ি ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। গাড়িতে তল্লাশী চালিয়ে বেশ কয়েকটি ময়না পাখি উদ্ধার হয়। বনদপ্তর সুত্রে জানা গিয়েছে পালানোর সময় দুজনকে শনাক্ত কারা হয়েছে তারা নকশালবাড়ির বাসিন্দা। তাঁদের  নামে মামলা করা হয়েছে। বনদপ্তর সুত্রে আরও জানা গিয়েছে, পাচারকারীরা মুলত ময়না পাখি নেপালে পাচার করে থাকে।

আরও পড়ুন…মানুষের সেবায় সামাজিক কর্মসূচীর আয়োজন রবীন্দ্র সংঘের

এক একটি ময়নাপাখি ৩০ থেকে ৩৫ হাজার টাকা বিক্রি করা হয়। উদ্ধার হওয়া ময়নাগুলি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে ছেড়ে দেওয়া হবে।