নাম না করে যাদবপুর কাণ্ড নিয়ে ফের ফেসবুক পোস্ট দেবাংশু ভট্টাচার্যের, সিসিটিভি নিয়ে নিশানা বামেদের

নাম না করে যাদবপুর কাণ্ড নিয়ে ফের ফেসবুক পোস্ট দেবাংশু ভট্টাচার্যের, সিসিটিভি নিয়ে নিশানা বামেদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নাম না করে যাদবপুর কাণ্ড নিয়ে ফের ফেসবুক পোস্ট দেবাংশু ভট্টাচার্যের, সিসিটিভি নিয়ে নিশানা বামেদের। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বামেদের নিশানা করতে শুরু করেছে তৃণমূল। দলননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সেই তালিকায় রয়েছেন দেবাংশ ভট্টাচার্যও। এবার ফের একবার বামেদের নিশানা দেবাংশুর। এবার সিসিটিভি নিয়ে ফেসবুকে বামেদের কটাক্ষ এই তৃণমূল নেতার। এক ফেসবুক পোস্টে দেবাংশু লেখেন……..

 

 

 

‘জঙ্গী সেনার বন্দুকে ভয় পায়
ভূত হনুমানজির নামে ভয় পায়
ইঁদুর সাপকে ভয় পায়
সাপ বেজিকে ভয় পায়
বেজি কুকুরকে ভয় পায়
কুকুর বাঘকে ভয় পায়
চোর পুলিশকে ভয় পায়
খাসি কষাইকে ভয় পায়
প্রকৃতি প্লাস্টিককে ভয় পায়
শৈশব মোবাইলকে ভয় পায়
আইপিএল বৃষ্টিকে ভয় পায়
শীতকাল নিম্নচাপকে ভয় পায়
মহিষাসুর দুর্গাকে ভয় পায়
আগুন জলকে ভয় পায়
কৃষক খরাকে ভয় পায়

 

 

 

 

 

স্বাধীনতা দিবসের আগে বেহালায় একটি অনুষ্ঠানে গিয়ে এই ঘটনায় বামেদের নিশানা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।তিনি বলেন,’কারা এরা?মার্কসবাদী,বড় বড় কথা বলছে, কখনও বিজেপি,কংগ্রেসের সঙ্গে ঘর করছে, তৃণমূল ওদের এক নম্বর শত্রু,বোধ বলে কিছু নেই।আবেগ-বিবেক নেই।ওখানে পুলিশকে ঢুকতে দেয় না,সিসিটিভি লাগাতে দেয় না, যাদবপুর আতঙ্কপুর হয়ে গিয়েছে।’মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,আমি দুঃখিত,স্তম্ভিত,আমি সব জায়গায় গেলেও যাদবপুরে যাই না।ওরা পড়াশোনায় ভাল হতে পারে,কিন্তু শুধু পড়াশোনায় ভাল হলে হয় না।কয়েকটা আগমার্কা সিপিএম আছে, তারা মনে করে নতুন ছেলেমেয়েরা গ্রামবাংলা থেকে আসলেই অত্যাচার করা অধিকার’

 

 

 

 

 

আরও পড়ুন –  সন্তানকে হারিয়ে ভাঙা মন নিয়ে রিয়্যালিটি শোয়ের মঞ্চে ফিরলেন অ্যালবার্ট কাবো

 

 

 

 

প্রসঙ্গত,যাদবপুরের হস্টেলে সিসিটিভি নেই কেন সেই নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন।এমনকী শিশু সুরক্ষা কমিশনও এই বিষয়ে প্রশ্ন তুলেছে।আর তারপরেই এই পোস্ট দেবাংশুর। তবে এই প্রথম নয়,এর আগেও বামেদের নিশানা করে পোস্ট করেছেন তিনি।এই বিষয়ে আগে দেবাংশু লেখেন, ‘যাদবপুরের ভাইটাকে নিয়ে আলোচনা নেই,টিভিতে বিতর্ক নেই, প্রতিবাদ নেই,মিছিল নেই,কারণ?খুনির নাম বাম ছাত্র সংগঠন।’ ফেসবুকে দেবাংশু ভট্টাচার্য আরও লেখেন,’একটি স্বপ্নদীপকে ওরা নিভিয়ে দিতে পারে, তবু হাজার হাজার স্বপ্নের দীপ আমরা জ্বালবো,যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া এই ঘটনার তীব্র নিন্দা জানাই,দোষীদের সর্বোচ্চ সাজা চাই।’

RECOMMENDED FOR YOU.....