কৌস্তভের গ্রেফতারের পর কংগ্রেসকে তুলোধনা দেবাংশু ভট্টাচার্য, কী বললেন দেবাংশু?

কৌস্তভের গ্রেফতারের পর কংগ্রেসকে তুলোধনা দেবাংশু ভট্টাচার্য, কী বললেন দেবাংশু?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কৌস্তভের গ্রেফতারের পর কংগ্রেসকে তুলোধনা দেবাংশু ভট্টাচার্য, কী বললেন দেবাংশু? গ্রেফতার আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। ভোর তিনটে নাগাদ তাঁর ব্যারাকপুরের বাড়িতে যায় বড়তলা থানার পুলিশ। অধীর চৌধুরী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সাংবাদিক বৈঠক করাতেই জিজ্ঞাসাবাদ বলে অভিযোগ কৌস্তভের।

 

 

 

 

কৌস্তভ বাগচীর গ্রেফতার নিয়ে সরগরম রাজনৈতিক শিবির৷ এবার কংগ্রেসকে আক্রমণ করলেন দেবাংশু ভট্টাচার্যর। দেবাংশু সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মাতৃসমা মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ভাষা ব্যবহার করা হয়েছে, পৃথিবীর কোনও কুলাঙ্গারতম পুত্রও সেই ভাষা ব্যবহার করে না।এর আগে রোদ্দুর রায় নামক এক ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উচ্চারণ অযোগ্য কিছু নোংরা ভাষা ব্যবহার করেন, তখন সিপিএম, কংগ্রেসের এইসব বর্জ্য উকিলরা ওই বর্বরের পাশে দাঁড়িয়েছিলেন।

 

আরও পড়ুন – ‘বিজেপিকে না হারানো পর্যন্ত আমরা ময়দান ছেড়ে যাব না’, ত্রিপুরা প্রসঙ্গে দাবি…

তিনি আরও বলেন, ভাবতে খারাপ লাগে, সিপিএমের রক্তে যে দোষ ছিল, তা আজ কংগ্রেসেও ঢুকে গিয়েছে। অনিল বসুদের উত্তরাধিকার বহন করছে আজকের প্রজন্মের বাম, কংগ্রেসীরা। আমাদের প্রজন্মের রাজনৈতিক ছেলেমেয়েরাও যে পূর্বসূরীদের মতো এতটা বিষিয়ে যাবেন, কল্পনা করতে পারিনি৷ কোথায় ছিল নেহেরু বাজপেয়ীদের রাজনীতির ভাষা, আর কোথায় এদের৷ বঙ্গ রাজনীতির ভবিষ্যতের কথা ভাবলে বড্ড কষ্ট লাগে।

 

 

 

কৌস্তভের বাবা কুশল বাগচী প্রতিহিংসার রাজনীতি হয়েছে বলে দাবি করেছেন। কৌস্তভের কথায়, ‘প্রতিহিংসার রাজনীতি। মৌচাকে ঢিল মেরেছি। তাই আমার বাড়িতে পুলিশ।’

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মহুর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top