অস্কারের পরের দিনই গোলাপি পালকে মোড়া দীপিকা ! নতুন কোনও পালক যোগ হতে চলেছে তাঁর মুকুটে? সোমবার বেলা গড়াতেই নিজের ইনস্টাগ্রামের পাতায় নয়া অবতারে কয়েকটি ছবি ভাগ করে নিলেন দীপিকা পাড়ুকোন। গোলাপি আর বেগনি রঙের মিশেলে পালকের নকশা করা হাঁটু ঝুল আঁটসাঁট পোশাক। দু’হাতের কব্জি পর্যন্ত কালো দস্তানা। পায়ে কালো নেটের সাজ। পেন্সিল হিল জুতো। কানে হিরের দুল। চোখে বেগনি আইলাইনার, চুলে টপনট। সোমবার বেলা গড়াতেই ইনস্টাগ্রামের পাতায় এমন বেশে নিজের কয়েকটি ছবি দিলেন দীপিকা পাড়ুকোন। ৯৫তম অস্কারের মঞ্চে এ বছর তিনিই ছিলেন একমাত্র ভারতীয় উপস্থাপক। কিন্তু সে সাজ ছিল আলাদা। এ সাজ কিসের? ফের কোনও নতুন ভূমিকায় দেখা যাবে কি নায়িকাকে?
আরও পড়ুন – তোমার জন্য দলের নাম খারাপ হচ্ছে! বিধায়ক ইদ্রিশ আলিকে ধমক মমতার
রবিবার সন্ধ্যায় মাহেন্দ্রক্ষণে দীপিকার সাজ ছিল মন কেড়ে নেওয়ার মতো। কালো রঙের বল গাউন, হাতে কালো দস্তানা, গলায় হিরের নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট। হাতে হিরের ব্রেসলেট ও আংটি, চুলে মেসি বানে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। সেই সাজ এখনও চোখে লেগে রয়েছে সকলের। মুগ্ধতার ঘোর কাটতে না কাটতেই ফের নতুন অবতারে ধরা দিলেন নায়িকা। অভিনেত্রীর নয়া রূপ নিয়ে অনেকেরই কৌতূহল জন্ম নিয়েছে মনে। ব্যাপারটি খোলসা করা যাক তা হলে। অস্কারের অনুষ্ঠান শেষে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। তারকাময় সেই পার্টি আলো করে ছিলেন দীপিকাও। সেখানেই এমন মোহময়ী সাজে ধরা দিলেন তিনি। ৯৫তম অস্কারের মঞ্চে এ বছর দীপিকাই ছিলেন একমাত্র ভারতীয় উপস্থাপক।