কুস্তিগিরদের ধর্না নিয়ে মুখ খুললেন সৌরভ, কী বললেন দিল্লি দলের ডিরেক্টর?

কুস্তিগিরদের ধর্না নিয়ে মুখ খুললেন সৌরভ, কী বললেন দিল্লি দলের ডিরেক্টর?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কুস্তিগিরদের ধর্না নিয়ে মুখ খুললেন সৌরভ, কী বললেন দিল্লি দলের ডিরেক্টর? দিল্লির যন্তর মন্তরে দীর্ঘ দিন ধরেই চলছে কুস্তিগিরদের ধর্না। বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ সেই নিয়ে মুখ খুলেছেন। এ বার সৌরভ গঙ্গোপাধ্যায়কেও সরব হতে দেখা গেল। আইপিএলের মাঝে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর রাজধানীতে একটি অনুষ্ঠানে হাজির হয়ে এ বিষয়ে কথা বললেন। এর আগেও সৌরভ কোনও রকম বিতর্কের রাস্তাতে হাঁটেননি।

 

 

 

 

 

জাতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজ ভূষণ শরন সিংহকে গ্রেফতারের দাবিতে গত ২৩ এপ্রিল থেকে ধর্নায় বসেছেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। সেই ধর্না শুক্রবার পড়েছে ১২তম দিনে। এর মধ্যে বহু ঘটনার সাক্ষী থেকেছে দেশ। ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখন বদলে গ্রেফতারির দাবি তোলা হয়েছে। এর মাঝে কুস্তিগিরদের পক্ষে অনেকে সওয়াল করেছেন। অনেকে বিরোধিতা করেছেন। বুধবার পুলিশের সঙ্গে কুস্তিগিরদের খণ্ডযুদ্ধও হয়েছে।

 

 

 

 

সৌরভ বলেছেন, “আশা করি ওদের সমস্যা তাড়াতাড়ি মিটে যাবে। কুস্তিগিররা দেশের হয়ে অনেক পদক জিতেছে। দেশকে সম্মান এনে দিয়েছে। তাই দ্রুত এর সমাধান হওয়া দরকার।”

 

 

আরও পড়ুন – চেন্নাই দলে ধোনির ভূমিকা কী?

 

 

তিনি আরও বলেছেন, “ওদের লড়াই ওদেরকেই লড়তে দেওয়া হোক। আমি সঠিক জানি না ওখানে কী হচ্ছে। সংবাদপত্র দেখে ওদের বিষয়ে জানতে পারি। খেলাধুলোর সঙ্গে যুক্ত থাকার সুবাদে একটা জিনিস ভালই শিখেছি। যদি কোনও বিষয়ে সম্পূর্ণ জ্ঞান না থাকে তা হলে সেই বিষয়ে মন্তব্য না করাই ভাল।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top