কেজরির বাসভবনের নো ফ্লাই জোনে ড্রোন! প্রশ্নের মুখে দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ,ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তায় গলদ! এবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উড়তে দেখা গেল একটি ড্রোনকে। নো ফ্লাই জোন থাকা সত্বেও, কী করে ড্রোনটি হাজির হল, তা নিয়ে প্রশাসনিক মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রসঙ্গত, প্রায় ৩৫ দিন পালিয়ে বেড়াবার পর গ্রেফতার করা হয়েছে খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং-কে। অমৃতপালের গ্রেফতারি নিয়ে ইতিমধ্যে পঞ্জাবের আপ সরকারের সমালোচনায় সরব হয়েছে বেশ কয়েকটি শিখ সংগঠন। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে অজ্ঞাত ড্রোনের উপস্থিতি নিয়ে উদ্যোগ প্রকাশ করেছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টিও। ড্রোনের মালিককে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছে তারা। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
উল্লেখ্য, গত বছরও অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তায় গলদ ধরা পড়েছিল। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ২০২২ সালের ৩০ মার্চ কেজরিওয়ালের দিল্লির বাসভবনে হামলা চালায় বিজেপির যুব মোর্চার সদস্যরা। ব্যাপক ভাঙচুর চালায় তারা।
ভেঙে ফেলা হয় কেজরিওয়াল বাড়ি সংলগ্ন এলাকার CCTV ক্যামেরা। ঘটনায় জড়িত সন্দেহে ৭০ জন যুব মোর্চার সমর্থককে গ্রেফতার করেছিল পুলিশ। বিতর্কিত সিনেমা কাশ্মীর ফাইল করমুক্ত করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। এতে ক্ষেপে যায় যুব মোর্চার সদস্যরা। এরপর প্রায় ১৫০ থেকে ২০০ জন বিজেপির যুব মোর্চার সদস্য হামলা চালায় কেজরিওয়ালের বাড়িতে। ২০১৯ সালেও কেজরিওয়ালের উপর হামলা চালিয়েছিল একদল বিজেপি সমর্থক।
লাঠি হাতে গাড়িতে হামলা চালায় তারা। তখন গাড়িতে বসেছিলেন আম আদমি পার্টির প্রধান। সেই সময়ও নিরাপত্তার গাফিলতি নিয়ে উঠেছিল প্রশ্নও।
আরও পড়ুন – “যে মোদী ভক্ত হবে তাকে হত্যা করা হবে” বিতর্কিত মন্তব্য করলেন প্রবীণ…
পুলিশ সূত্রে জানা গেছে যে মঙ্গলবার বিকেলের দিকে অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির বাড়ির বাইরে ড্রোনটি উড়তে দেখা যায়। এতে আতঙ্ক ছাড়ায় কেজরিওয়ালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের। কিছুক্ষণ ওড়ার পর ড্রোনটি চলে যায় বলে জানিয়েছেন দিল্লি পুলিশের এক কর্তা।
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক। কী ভাবে নো ফ্লাই জোনে ড্রোনটি উড়ল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। সেই সঙ্গে ড্রোনটির মালিকেরও সন্ধান চলছে বলে জানান তিনি। ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্তা।