Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ক্রিকেট জীবন শেষ করে দেব! হুমকির মুখে ধাওয়ান দ্বারস্থ আদালতে

ক্রিকেট জীবন শেষ করে দেব! হুমকির মুখে ধাওয়ান দ্বারস্থ আদালতে

ক্রিকেট জীবন শেষ করে দেব! হুমকির মুখে ধাওয়ান দ্বারস্থ আদালতে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ক্রিকেট জীবন শেষ করে দেব! হুমকির মুখে ধাওয়ান দ্বারস্থ আদালতে lগত বছর আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শিখর ধাওয়ানের (shikhar dhawan ) । তার পরেও তাঁদের বিবাদ কমছে না।

কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন প্রাক্তন স্ত্রী। সম্মানহানি করার চেষ্টা করছেন। এমনই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন শিখর ধাওয়ান। ভারতীয় ক্রিকেটারের আবেদন, তাঁর বিরুদ্ধে সমাজমাধ্যমে যাতে কুৎসা না ছড়াতে পারেন প্রাক্তন স্ত্রী, সেই নির্দেশ দিতে হবে। শিখরের আবেদনে সাড়া দিয়েছে আদালত।বিচ্ছেদের পরে বিড়ম্বনায় ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। প্রাক্তন স্ত্রী তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

 

 

 

 

গত বছর প্রবাসী বাঙালি আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে শিখরের। তার পর থেকে নাকি তাঁর বিরুদ্ধে একের পর এক অপপ্রচার করছেন আয়েশা, এমনই অভিযোগ ভারতীয় ক্রিকেটারের। দিল্লির পাতিয়ালা হাউস আদালতে অভিযোগ দায়ের করেছেন তিনি। শিখরের অভিযোগ, আয়েশা তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছেন। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসের মালিক ধীরজ মলহোত্রকে মেসেজ করছেন। সেখানে তিনি শিখরের নামে মিথ্যা কুৎসা করছেন বলে অভিযোগ ক্রিকেটারের। এতে তাঁর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন শিখর।

 

 

 

শিখরের পক্ষে রায় দিয়েছেন বিচারক হরিশ। তিনি বলেছেন, ‘‘শিখরের বন্ধু, আত্মীয়, সতীর্থ কারও কাছে কোনও মেসেজ পাঠাতে পারবেন না আয়েশা। সমাজমাধ্যমেও কিছু লিখতে পারবেন না তিনি। কারণ, শুধুমাত্র এক জনের অভিযোগের ভিত্তিতে কারও চরিত্রহনন করা যায় না।’’ বিচারক আরও নির্দেশ দিয়েছেন, ‘‘সংবাদমাধ্যমেও শিখরের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না আয়েশা। কারণ, বিষয়টি আদালতে বিচারাধীন। তাঁর কিছু বলার থাকলে আদালতে এসে বলতে পারেন। এর পরেও যদি শিখরের বিরুদ্ধে আয়েশা মুখ খোলেন তা হলে আদালত কড়া পদক্ষেপ নেবে।’’

 

 

আরও পড়ুন –  সজনে পাতা কোন উপায়ে ব্যবহার করলে পাবেন ঘন চুল, রইল টিপস

শিখরের আবেদনে সাড়া দিয়েছেন দিল্লির আদালতের বিচারক হরিশ কুমার। তিনি বলেছেন, ‘‘আয়েশার নির্দিষ্ট কোনও অভিযোগ থাকতেই পারে। সেই অভিযোগ জানানোর পদ্ধতি রয়েছে। আয়েশা চাইলে আদালতে আসতে পারেন। কিন্তু এ ভাবে কারও সম্মানহানি করা যায় না।’’

(সব খবর, ঠিক খবর,প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top