ব্রিজ ভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ দিল্লি পুলিশের, মামলা তুলে নেওয়ার অনুরোধ,

ব্রিজ ভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ দিল্লি পুলিশের, মামলা তুলে নেওয়ার অনুরোধ,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ব্রিজ ভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ দিল্লি পুলিশের, মামলা তুলে নেওয়ার অনুরোধ, কুস্তিগীর ফেডারেশন অব ইন্ডিয়া (WFI)-র প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ (Delhi Police)। বৃহস্পতিবার দিল্লি আদালতে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ১ হাজার পাতার চার্জশিট পেশ করেছে পুলিশ। যদিও ব্রিজ ভূষণের বিরুদ্ধে দায়ের হাওয়া ‘নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগের কোনও প্রমাণ মেলেনি’ জানিয়ে পুলিশের তরফে পসকো (POSCO) মামলাটি তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে আদালতে।

 

 

 

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, কুস্তিগীরদের দায়ের করা FIR-এর ভিত্তিতে তদন্তের পর দুই অভিযুক্ত, ব্রিজ ভূষণ শরণ সিং ও বিনোদ তোমরের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ব্রিজ ভূষণের বিরুদ্ধে ৩৫৪ ধারায় মহিলাদের হেনস্থা, ৩৫৪এ ধারায় যৌন হেনস্থা ও যৌন হেনস্থার শাস্তি ও ৩৫৪ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিনোদ তোমরের বিরুদ্ধে ৩৫৪, ৩৫৪এ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে পসকো মামালা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, পসকো অভিযোগের তদন্তের পর একটি রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে, যেখানে নির্যাতিতা ও নির্যাতিতার বাবার বয়ানের ভিত্তিতে মামলাটি তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আগামী ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে।

 

 

 

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল দিল্লির কন্নট থানায় WFI প্রধান ব্রিজ ভূষণের বিরুদ্ধে পসকো ধারা সহ দুটি এফআইআর রুজু করে দিল্লি পুলিশ। ঘটনার তদন্তে সিট গঠন করা হয় এবং এখনও পর্যন্ত ১৮০ জনকে জিজ্ঞসাবাদ করেছে পুলিশ।

 

 

 

দিল্লি পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী নাবালিকা দু-বার দুরকম বয়ান দিয়েছে। প্রথম বয়ানে WFI প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছে। কিন্তু, দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বয়ান বদল করে। পুলিশের কাছে নাবালিকা বলেছে, “আমি নির্বাচিত হয়নি। খুব পরিশ্রম করেও নির্বাচিত না হওয়ায় আমি অবসাদগ্রস্ত হয়ে পড়ি। তাই আগে আমি যৌন হেনস্থার মামলা করি।”

 

আরও পড়ুন –   ৪৮ ঘণ্টার মধ্যে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট,…

 

 

গত এপ্রিল থেকে (WFI) প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করার দাবিতে অবস্থান-বিক্ষোভ-আন্দোলন করে চলেছেন কুস্তিগীররা। সম্প্রতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন এবং ১৫ জুনের এ ব্যাপারে পদক্ষেপ করার আশ্বাস দেন। কাকতালীয়ভাবে ১৫ জুনই ব্রিজ ভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top