কুস্তি ফেডারেশনের ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল দিল্লি পুলিশ। ঠিক কী জানা যাচ্ছে? কুস্তি ফেডারেশনের প্রধান তথা BJP সাংসদ ব্রিজভূষণ শরণ সিং-কে গ্রেফতারির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন কুস্তিগিরদের একাংশ। তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এক নাবালিকাকে যৌন হেনস্থা করেছেন তিনি, সামনে এসেছে এই অভিযোগও। তাঁর বিরুদ্ধে যাতে কড়া আইনি পদক্ষেপ করা হয় সেই জন্য দিল্লির রাজপথে নেমে আন্দোলন করছিলেন কুস্তিগিরা। এমনকী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছিলেন তাঁরা। এবার দিল্লি পুলিশও তৎপরতা দেখাল। সোমবার রাতেই ব্রিজভূষণ লখনইয়ের বাড়িতে যায় দিল্লি পুলিশের একটি টিম।
সেখানে ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই ১২ জনের মধ্যে বৃজভূষণ ছিলেন কিনা তা জানা যায়নি। ঘটনায় সময় তিনি বাড়িতে ছিলেন কিনা তাও স্পষ্ট নয়। জানা গিয়েছে, ওই ১২ জনের বয়ান রেকর্ড করার পাশাপাশি তাঁদের নাম, ঠিকানা ও সংগ্রহ করেছে পুলিশ।
ঠিক কী কী অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে?
কুস্তিগিরদের একাংশের অভিযোগ, রেস্তোরাঁয় খাওয়ার সময় অস্বাভাবিকভাবে মহিলা কুস্তিগিরদের স্পর্শ করেন ব্রিজভূষণ। এছাড়াও রয়েছে একাধিক অভিযোগ।এরপরেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানিয়ে দিল্লির রাজপথে প্রতিবাদে নামে কুস্তিগিরদের একাংশ। দেশের নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন একাধিক কুস্তিগিরকে আটক করেছিল দিল্লি পুলিশ। এই ঘটনায় দেশজুড়ে উঠেছিল নিন্দার ঝড়।
এদিকে যাঁর বিরুদ্ধে এই যাবতীয় অভিযোগ উঠেছে সেই ব্রিজভূষণ ঠিক কী জানিয়েছেন? তাঁর দাবি, কোনওভাবেই তিনি পদত্যাগের কথা ভাবছেন না। কারণ পদত্যাগ করা মানে মেনে নেওয়া যে এই অভিযোগগুলি সত্যি। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং তা প্রমাণিত হলে তিনি মৃত্যু বরণ করতে রাজি আছেন।
আরও পড়ুন – ওডিশার ট্রেন দুর্ঘটনা ১০০ শতাংশ ষড়যন্ত্রের ফল, নাশকতার তত্ত্ব প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ…
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল ৭ জন মহিলা কুস্তিগির দিল্লির কনট প্লেস থানায় ব্রিজভূষণ বিরুদ্ধে FIR দায়ের করেছিলেন। জানা গিয়েছে, পকসো আইনেও দায়ের হয়েছিল অভিযোগ। ইতিমধ্যেই ১৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।