কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইজলে মজে যাওয়া দেনান খাল সংস্কারের দাবি। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের একটি গুরুত্বপূর্ণ খাল হল, দেনান খাল। সেচ দপ্তরের এই খালটি দিয়ে বর্তমানে কোলাঘাট ব্লকের সাগরবাড় ও আমলহান্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের জলনিকাশী হয়। দেনান-দেহাটি জলনিকাশি প্রকল্পের পূর্নাঙ্গ রূপায়ন হলে পাঁশকুড়া এবং কোলাঘাট ব্লকের একটি বিস্তীর্ণ এলাকার জল দেহাটি খালের মাধ্যমে বরদাবাড় হয়ে দেনান খাল দিয়ে রূপনারায়ণে বের হওয়ার কথা।
এই দেনান খালেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাশপন্ডের জল টেলিস্কোপিক স্লুইসের মাধ্যমে পড়ে। ফলস্বরূপ অ্যাশপন্ডের ছাইমিশ্রিত জল এই নিকাশী খালে পড়ে খালটি নিয়মিতভাবেই মজে যায়। গত বেশ কয়েক বছর আগে কৃষক সংগ্রাম পরিষদের আন্দোলনের ফলে সেচ দপ্তরের এই খালটি পূর্ন সংস্কার করা হয়। সংস্কার করে সেচ দপ্তর। অর্থ দেয় কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। তারপর অন্ততঃ বছর দশেক হল, খালটি সংস্কার না হওয়ার কারণে এলাকার জলনিকাশী ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।
যে কারনে গত বছর খাল সংলগ্ন বরদা নানকার, উত্তর সাগরবাড়, দক্ষিণ সাগরবাড় সহ বেশ কয়েকটি মৌজায় বর্ষা শেষ হয়ে যাওয়ার তিন মাস পরও হাঁটু সমান জল জমে ছিল। চাষিরা মাঠ থেকে ধান সহ ধানের গাছ কেটে বাড়িতে তুলতে পারেনি। কোনও রকমে ধানের শীষ কেটে ধান তুলতে হয়েছে।
আরও পড়ুন – তথ্য চিত্রের মাধ্যমে ভারতের মুক্তি সংগ্রাম ও বাংলার ভূমিকার প্রদর্শনী
কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, যাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাশপন্ডের ছাইজল ওই নিকাশী খালে স্থায়ীভাবে ফেলানো বন্ধ করা যায় এবং আপাততঃ খালটি পূর্ণাঙ্গ সংস্কার করে জলনিকাশীর সুষ্ঠু বন্দোবস্ত করা যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডঃ কল্যাণ রুদ্র এবং মেম্বার সেক্রেটারি ডঃ রাজেশ কুমারকে স্মারকলিপি দেওয়া হয়েছে। অতিসত্বর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে কৃষকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবে বলে নারায়ণবাবু হুঁশিয়ারি দেন।