মুর্শিদাবাদ: JNU-এর প্রাক্তণ ছাত্রনেতা ডঃ উমর খালিদ সহ সকল নির্দোষ CAA বিরোধী আন্দোলনকারীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার ও তার দিল্লী পুলিশ গণতান্ত্রিক বিরোধিতার কন্ঠ রোধ করবার অপচেষ্টার বিরুদ্ধে এবং মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ব্লকের ভাঙন কবলিত মানুষদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের একগুচ্ছ দাবীতে “ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া”-র মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে আজ বহরমপুর বাস স্ট্যান্ডে মানব বন্ধন ও পদযাত্রা সহ D.M.-কে ডেপুটেশন দেওয়া হল । কয়েক শত পার্টিকর্মী ও নেতৃত্বদের নিয়ে আয়োজিত এই রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি মাহফুজুর রহমান, জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান সহ জেলা ও ব্লকের বিভিন্ন নেতৃত্ববৃন্দ । সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি মাহফুজুর রহমান জানান,”জনবিরোধী মোদী সরকার দেশে একের পর এক কালা কানুন এনে গণতন্ত্রের টুঁটি চেপে ধরতে চাইছে এবং দিল্লী গণহত্যার মূল ইন্ধনদাতাদের আড়াল করে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ CAA বিরোধী আন্দোলনে সামিল দেশের ছাত্র-যুব, সমাজসেবী ও প্রতিবাদী মহিলাদের একের পর এক যেভাবে UAPA ও Sedition চার্জে গ্রেপ্তার করছে তা নজিরবিহীন ও ন্যাক্কারজনক । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নির্দোষ বন্দীদের মুক্তি দাবী করছি ।” প্রায় একমাস যাবৎ চলতে থাকা মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ব্লকের গঙ্গা ভাঙন প্রসঙ্গে বলতে গিয়ে জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান বলেন,” আমরা ভাঙন বিদ্ধস্ত এলাকা পরিদর্শনে গিয়ে দেখেছি যে দিনের পর দিন সর্বহারা মানুষগুলো কিভাবে হাহাকার করছে । তাই আজ D.M.-কে ডেপুটেশন দিয়ে আমরা দাবী রেখেছি যে ভিটে-মাটি হারানো প্রত্যেক পরিবারকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ পুনর্বাসন হিসাবে প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্য সরকার দ্বারা চিহ্নিত খাস জমিতে একটি করে বাড়ি করে দিতে হবে । এছাড়াও অবিলম্বে রাজ্য সরকারকে খাদ্য, বস্ত্র ও প্রয়োজনীয় ওষুধের ত্রাণ ভাঙন দূর্গতদের কাছে পৌঁছাতে হবে ।” এদিনের আন্দোলনে ভাঙন দূর্গতদের ত্রাণ নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির আওয়াজ ওঠে ।
একাধিক দাবি নিয়ে মুর্শিদাবাদের জেলাশাসককে ডেপুটেশন “ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া”-র
একাধিক দাবি নিয়ে মুর্শিদাবাদের জেলাশাসককে ডেপুটেশন “ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া”-র
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram