নিজস্ব সংবাদদাতা ১৯ অক্টোবর ২০২০ সল্টলেক: সল্টলেকের স্বাস্থ্য ভবনের গেট আটকে দিয়ে বিক্ষোভ হুলুস্থুলু ।ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের প্রায় হাজার তিনেক কর্মচারীর। আজ সোমবার স্বাস্থ্য ভবনের সামনে পূর্ব নির্ধারিত বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বিক্ষোভ কর্মসূচি ছিল।
তাদের দাবি তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশান থাকার সত্ত্বেও তাদেরকে চাকরি দেয়া হচ্ছে না । তারা এই মুহূর্তে নামমাত্র টাকায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করছেন। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এর মোট 9333 এর ভ্যাকেন্সি ছিল শেষ মুহূর্তে তাদেরকে জানানো হয় তাদের মধ্যে 2400 জনকে চাকরি দেয়া হবে এবং সেই 2400 জনের মধ্যে বেশিরভাগই বাইরের রাজ্যের বাসিন্দা। এ রাজ্যের বাসিন্দা হওয়ার সত্ত্বেও তাদেরকে কেন চাকরি দেয়া হচ্ছে না।
আরও পড়ুন… তৃণমূলের শ্রমিক কার্যালয় ভাঙচুরের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা
তাদের আরও দাবি আজ সকালে যখন তারা তাদের দাবি-দাওয়া নিয়ে স্বাস্থ্য ভবনে আসেন । খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং মহিলা নার্সিং স্টাফদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ ।