Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
গাল জুড়ে দগদগে ঘা, ঝাঁকড়া চুল-দাড়িতে ঢাকা মুখ, অভিনেতাকে

গাল জুড়ে দগদগে ঘা, ঝাঁকড়া চুল-দাড়িতে ঢাকা মুখ, অভিনেতাকে চেনেন

গাল জুড়ে দগদগে ঘা, ঝাঁকড়া চুল-দাড়িতে ঢাকা মুখ, অভিনেতাকে চেনেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গাল জুড়ে দগদগে ঘা, ঝাঁকড়া চুল-দাড়িতে ঢাকা মুখ, অভিনেতাকে চেনেন

সামনে এল দেবের পুজোর ছবি বাঘাযতীনের একটি নতুন লুক। যা দেখে অভিনেতাকে কার্যত চেনা দায়। এদিন সকালে নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনলেন সে ছবি।  দেব নিজের লুক নিয়ে যে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করেননি, তা আরও একবার তিনি প্রমাণ করে দিলেন আসন্ন ছবি ‘বাঘা যতীন’ (Bagha Jatin)-এ।বিপ্লবী বাঘা যতীনের জীবনী অবলম্বনে নতুন ছবি বানাচ্ছেন পরিচালক অরুণ রায়। আর সেই ছবিতে তিনি প্রধান চরিত্রে বেছে নিয়েছেন দেবকে। (Dev)

আরও পড়ুনঃ মা হতে চলেছেন ঋতাভরী চক্রবর্তী? পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

পরিচালকের সিদ্ধান্ত যে একেবারেই ভুল নয়, তা বারবার দেব বুঝিয়ে দিচ্ছেন কঠোর অধ্যবসায়, পরিশ্রম দিয়ে। ইতিমধ্যে ছবিতে থাকা দেবের একাধিক লুক প্রকাশ্যে এসেছে। সেখানে কখনও তাঁকে দেখা যাচ্ছে মাথায় বড় পাগড়ি, একগাল লম্বা দাড়ি সমেত পাঞ্জাব রেজিমেন্টের সেনার সাজে, আবার কখনও তাঁর সাধুর ছদ্মবেশে থাকা ছবি প্রকাশ্যে এসেছে।

 

আর শুক্রবার সকালে দেবের সোশ্যাল মিডিয়ায় বাঘাযতীনের যে লুকটি পোস্ট করা হল, তা দেখে চমকে উঠতে হয়। মাথাভর্তি ঝাঁকড়া চুল, গালে উসকোখুসকো লম্বা দাড়ি, মুখের চামড়া ঝলসে, দগদগে ঘা হয়ে গিয়েছে। গায়ে চাপানো একটা নোংরা কম্বল। সঙ্গে ধুলোতে বদলে গিয়েছে পুরো চেহারা। একঝলক এই ছবিটি দেখলে অভিনেতাকে চেনা সত্যিই কঠিন। আর দেবের এই নতুন লুকের ছবিটিই ‘বাঘা যতীন’ নিয়ে অনুরাগীদের উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

 

এই ছবিগুলি শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব লিখেছেন, ‘যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন ভবিষ্যতে প্রত্যেক ভারতবাসীর চিন্তনের স্বাধীনতা, মননের স্বাধীনতা। বাংলা মায়ের মাটির সন্তান বাঘা যতীনের অমর গাথা প্রথমবার বড়পর্দায় নিয়ে আসছি আমরা এই দুর্গাপুজোয়।’ উল্লেখ্য, এই ছবিতে দেব ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, সুদীপ্তা চক্রবর্তী, স্নেহা দত্ত, রোহন ভট্টাচার্য, সামিউল আলমের মতো অভিনেতা-অভিনেত্রীদের।

 

বাঘাযতীনের মতো স্বাধীনতা সংগ্রামীর জীবন এবং চরিত্রের বিভিন্ন অধ্যায়কে পর্দায় ফুটিয়ে তোলার জন্য এই ছবিতে দেবকে একাধিক লুকে দেখা যাবে। তবে শুক্রবার যে লুকটি প্রকাশ্যে এসেছে, তা সত্যিই চমকে দেওয়ার মতো। আর যার হাতযশে এই প্রস্থেটিক মেকআপ এতটা বাস্তবিক হয়েছে, তিনি টলিউডের বিখ্যাত মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। এর আগে প্রসেনজিত্‍কে নেতাজি, যিশু সেনগুপ্তকে ভাওয়াল সন্ন্যাসী সাজিয়েছেন সোমনাথ। আর এবার তাঁর হাতের কেরামতিতে দেব হয়ে উঠলেন বাঘা যতীন।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top