মোটা ভ্রু, মুখ ঢাকা লম্বা চাপ দাড়ি, ভিডিওতে এটা দেবের কোন রূপ। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় নয়া রূপে একটি ভিডিও পোস্ট করলেন দেব (Dev)। সঙ্গে জানালেন বিশেষ বার্তা। এবার পুজোতে মুক্তি পেতে চলেছে দেবের নতুন ছবি ‘বাঘাযতীন’। নতুন ছবি লুকে এর আগেও চমক লাগিয়েছেন অভিনেতা, তবে তা ছবিতে। সোশ্যাল মিডিয়ায় এই প্রথম, মেক আপ নিয়ে ভিডিও পোস্ট করলেন দেব। এই ভিডিও ছবির শ্যুটিং শেষ হওয়ার দিনের।
আরও পড়ুনঃ ৯ বছর পর সলমনের বাড়িতে অরিজিত্, তবে কী মিটল তাদের মধ্যেকার বিবাদ?
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও পোস্ট করেন দেব। সেখানে তিনি বলছেন, ‘আজ আমাদের বাঘাযতীনের শ্যুটিং শেষ হল। আমাদের ট্রেলার মুক্তি পাবে ৯ তারিখ আর ছবিটি মুক্তি পাবে ১৯ তারিখ। এই ছবিটার জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজের সেরাটা দিয়ে খেটেছে। ছবিটা খুব গুরুত্বপূর্ণ বলেও মনে করি আমি। আশা করি ভাল লাগবে আপনাদের সবার। সঙ্গে থাকবেন।’
পরিচালক অরুণ রায় ফের এক ঐতিহাসিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। এবার সেই চরিত্রে দেখা যাবে টলিউডের তারকা অভিনেতা দেবকে। বড়পর্দায় বাঘা যতীন হয়ে আসতে চলেছেন দেব। জুনের শেষ দিকে প্রকাশ্যে আসে প্যান ইন্ডিয়া এই ছবির নতুন পোস্টার। ছবিটি বাংলায় মুক্তি পাবে ১৯ অক্টোবর। হিন্দিতে এই ছবি মুক্তি পাবে ২০ অক্টোবর। নির্মাতাদের মতে, এই ছবি সংস্থার এযাবৎকালের সবচেয়ে বড় উপস্থাপনা। দুর্গাপুজো ও নবরাত্রির উৎসবের মরশুমের দর্শকই দেশাত্মবোধক এই ছবির লক্ষ্য।
প্রসঙ্গত, গত বছর ১৫ অগাস্ট, স্বাধীনতার হীরক জয়ন্তীতে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ ‘বাঘা যতীন’-এর ভূমিকায় দেখা যাবে দেবকে। ছবির লুক টিজার প্রকাশ করা হয় সেদিনই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়। ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে সৃজা দত্তকে। এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে বারে বারে দেব বলেছেন, ‘কেবল ব্যবসায়ীক দিক নয়, আমাদের দেশের এমন একজন বিপ্লবীর কথা সবার জানা উচিত। সেই কারণেই ছবিটা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার।’ বির লুক টিজার প্রকাশ করা হয় সেদিনই। পরিচালনার দায়িত্বে রয়েছেন অরুণ রায়। ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে সৃজা দত্তকে। এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে বারে বারে দেব বলেছেন, ‘কেবল ব্যবসায়ীক দিক নয়, আমাদের দেশের এমন একজন বিপ্লবীর কথা সবার জানা উচিত। সেই কারণেই ছবিটা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার।’