
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ( Mahendra Singh Dhoni ) খুব তাড়াতাড়িই ক্রিকেট মাঠে আরও একবার দেখা যাবে। কারন সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে আইপিএল-এর ( IPL ) বাকি ম্যাচগুলি শুরু হবে বলে জানা গেছে। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক ইতিমধ্যেই আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন- বাংলা এখন রাজনৈতিক হিংসার ল্যাবরেটরি, আদালতের রায় ঐতিহাসিক : শুভেন্দু (Shuvendu)
দুবাইয়ে দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অনুশীলনে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনি ( Mahendra Singh Dhoni )। ওই দিন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনির ( Mahendra Singh Dhoni ) চেন্নাই সুপার কিংস। গত ১৩ অগাস্ট দুবাইয়ে পৌঁছে গিয়েছিল টিম মাহি। এরপর বাধ্যতামূলকভাবে ৬ দিনের নিভৃতবাস কাটানো।
আর ও পড়ুন না পালালে মেরে ফেলত, শীঘ্রই আফগানিস্তানে ফিরব : আশরফ ঘানি (Ashraf Ghani)
তারপরই বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু চেন্নাই সুপার কিংসের। একই দিনে মুম্বই ইন্ডিয়ান্সও সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছায়। মুম্বই ইন্ডিয়ান্সের শিবির হচ্ছে আবু ধাবিতে। দুবাইয়ে আইসিসি-র আকাদেমিতে অনুশীলন করছেন ধোনিরা।
আর ও পড়ুন – দুয়ারে সরকার ক্যাম্প থেকে দ্রুত পরিষেবা পেতে জিগজ্যাগ (Zigzag) পদ্ধতিতে লাইন নিয়ন্ত্রণ
সেই অনুশীলনের ছবি পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। আইপিএলে ব্যাট হাতে মাহি ম্যাজিক দেখা না গেলেও বাকি ম্যাচগুলিতে মরুদেশে ঝড় তোলার লক্ষ্য রয়েছে ক্যাপ্টেন। প্রথম দিনের অনুশীলনে তিনি ব্যাটিংও করেছেন কিছুক্ষণ।