ধোনিকে দেখা যাবে পরের বছরের আইপিএলেও মন্তব্যে স্বয়ং অধিনায়ক

ধোনিকে দেখা যাবে পরের বছরের আইপিএলেও মন্তব্যে স্বয়ং অধিনায়ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ২ নভেম্বর ২০২০ঃ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি মন্তব্যে রীতি মত সাড়া পরে গেছে চারিদিকে। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট প্রেমীদের ভালবাসার বার্তা আছড়ে পড়েছে। সঞ্চালক ড্যানি মরিসন ম্যাচে টসের পর ধোনিকে প্রশ্ন করে বললেন, “হুলদ জার্সিতে এটাই কি তার শেষ ম্যাচ হতে চলেছে?”

যার উত্তরে সামান্য হেসে অধিনায়ক জবাব দেন, “অবশ্যই নয়”। ব্যাস দাবানলের মত চারিদিকে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এই খবর। অতএব পরের বার আইপিএলেও চেন্নাইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে ক্যাপ্তেঙ্কে।তার এই মন্তব্যের ঝড়ের পরই ভক্তরা কিছুটা স্বস্থি পেয়েছে।

আরও পড়ুন…করোনা আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান

টুইটারেও ট্রেন্ড হতে থাকে তার এই মন্তব্য। ম্যাচের পর অধিনায়ক সব ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন , “আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরবে তারা”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top