৫ সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন, ধূপগুড়িতে যাচ্ছেন অভিষেক-শুভেন্দু-সেলিম-অধীর , বিজেপি বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে ধূপগুড়ি (Dhupguri) বিধানসভা কেন্দ্রে। আগামী ৫ সেপ্টেম্বর ভোট (BY-Election) । ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করেছে সবপক্ষ। আগামী সপ্তাহ থেকে হেভিওয়েট প্রচার শুরু করছে তৃণমূল, সিপিএম (CPIM), কংগ্রেস (Congress), বিজেপি (BJP)। ২ সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ধূপগুড়িতে প্রচারে যাচ্ছেন। অন্যদিকে ৩০ ও ৩১ অগস্ট দু’টি জনসভা করবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । একটি রোড শো করবেন তিনি। বিজেপি (BJP) সূত্রে খবর, আগামী ৩ সেপ্টেম্বর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কোনও নির্দিষ্ট কর্মসূচি থাকবে না। তবে মানুষের কাছে পৌঁছবেন। মূলত যত বেশি সম্ভব জনসংযোগ করবেন, এলাকায় ঘুরবেন।
গত ২৫ জুলাই কলকাতার হাসপাতালে প্রয়াত হন বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায়। সে কারণেই ধূপগুড়িতে (Dhupguri) উপনির্বাচন হচ্ছে। ২০২১ সালে বিজেপির বিষ্ণুপদ রায় ১০৪৬৮৮ ভোট পান। সেখানে তৃণমূলের মিতালী রায় ১০০৩৩৩ ভোট পেয়েছিলেন। অর্থাৎ ৪ হাজার ৩৫৫ ভোটে জয়ী হন প্রয়াত বিজেপি নেতা। এর আগে ২০১৬ সালে এই আসন থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়েন মিতালি রায়। ৯০৭৮১ ভোট পেয়ে জেতেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের মমতা রায়। তাঁর প্রাপ্ত ভোট ছিল ৭১,৫১৭। অর্থাৎ জয়ের ব্যবধান ছিল ১৯,২৬৪ ভোট।
আরও পড়ুন – টেলি অ্যাকাদেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে বাংলা সিরিয়াল নিয়ে রসিকতা মমতার!
বিজেপি (BJP) সূত্রে খবর, আগামী ৩ সেপ্টেম্বর শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কোনও নির্দিষ্ট কর্মসূচি থাকবে না। তবে মানুষের কাছে পৌঁছবেন। মূলত যত বেশি সম্ভব জনসংযোগ করবেন, এলাকায় ঘুরবেন। অন্যদিকে ৩০ অগস্ট একসঙ্গে প্রচার সভা করার কথা সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Selim) ও অধীর চৌধুরী (Adhir Chowdhury) ।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )