
দক্ষিন ২৪ পরগনা জেলার Diamond হারবার Road-এ মর্মান্তিক Road accident। লরি ও বরযাত্রী বোঝাই অটোর মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল অটো। বিয়ে বাড়ি যাওয়ার পথে অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন শিশু সহ ৫ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৬ জন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার ফতেপুর পেট্রোল পাম্পের কাছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফলতা থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর , শুক্রবার রাতে ফলতার বঙ্গনগরে একটি বিয়ে বাড়িতে যোগ দিতে দোস্তিপুর এলাকা থেকে মনসারহাট গ্রাম থেকে একটি ডিজেলচালিত অটোতে করে রওনা দেন বরযাত্রীরা ।পরে ফতেপুরের কাছে কলকাতার দিক থেকে আসা একটি বাস অটোতে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অটোর চালক সুখেন্দু কয়াল , আকাশ মন্ডল, রোহন মন্ডল, প্রিয়ব্রত শিকদার , কৃষ্ণ মন্ডল সহ ৫ জনের। গুরুতর জখম হন বাকি যাত্রীরাও।
আর ও পড়ুন আরও ১৫ দিন বাড়ল রাজ্যে করোনা বিধিনিষেধ, ৩১ Aujust পর্যন্ত চলবে না ট্রেন
স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারের কাজে এগিয়ে আসেন। আহতদের উদ্ধার করে Diamond হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে পুলিশ। বাকি ৬ জন আহতদের মধ্যে ৩ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ও ডায়মন্ড হারবারে চিকিৎসা চলছে ৩ যাত্রীর।
ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান Diamond হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সন্দীপ সেন। রাতেই হাসপাতালে আহতদেরকে দেখতে ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল পৌঁছোয় যুব নেতা জাহাঙ্গীর খান। আহতদের চিকিৎসার পাশাপাশি ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি।
আর ও পড়ুন Metro চলাচলের সময়সীমা বাড়লো কলকাতায়, খুশী Metro যাত্রীরা
ফতেপুরে বরযাত্রী গাড়ি দূর্ঘটনার ঘটনায় আহতদের দেখতে রাতেই ডায়মন্ড হারবার সুপার স্পেশ্যালিটি হাসপাতাল আসেন ফলতার যুব নেতা জাহাঙ্গীর খান।
অন্যদিকে দূর্ঘটনায় মৃতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা জানান তিনি। ঘটনায় ঘাতক বাস ও গাড়ির চালককে আটক করেছে পুলিশ। এমন মর্মান্তিক দূর্ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে মনসারহাট গ্রামে।
শুক্রবার রাতে ফলতার বঙ্গনগরে একটি বিয়ে বাড়িতে যোগ দিতে দোস্তিপুর এলাকা থেকে মনসারহাট গ্রাম থেকে একটি ডিজেলচালিত অটোতে করে রওনা দেন বরযাত্রীরা ।পরে ফতেপুরের কাছে কলকাতার দিক থেকে আসা একটি বাস অটোতে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়৷



















