মঞ্চ থেকে পড়ে গেলেন ব়্যাপার বাদশা? কেমন আছেন তিনি? কি বললেন ? রইলো ভিডিও…বাদশার গানের ভক্ত হাজার হাজার। লাইভ কনসার্টে মাঝে মধ্যেই মঞ্চ কাঁপাতে দেখা যায় তাঁকে। সেই ব়্যাপারকে নিয়েই গত ২৪ ঘণ্টায় ভক্তদের মনে বেড়েছে উদ্বেগ। কেমন আছেন তিনি? স্বাস্থের অবস্থাই বা কেমন? সবটাই জানতে যখন মরিয়া ভক্তরা, তখনই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন গায়ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ক্লিপিং ভাইরাল হয়ে ওঠে। ৪ সেকেন্ডের একটি ক্লিপিং-এ দেখা যায় একজন ব্যক্তি গান করতে করতে মঞ্চ থেকে পড়ে যাচ্ছেন। তাঁর এই ভিডিয়ো দেখা মাত্রই তোলপাড় নেট দুনিয়া। ঝড় ওঠে সর্বত্র। অধিকাংশই অনুমান করে বসেন, যে তিনি হলেন বাদশা। ৪ সেকেন্ডের একটি ক্লিপিং-এ দেখা যায় একজন ব্যক্তি গান করতে করতে মঞ্চ থেকে পড়ে যাচ্ছেন। তাঁর এই ভিডিয়ো দেখা মাত্রই তোলপাড় নেট দুনিয়া। ঝড় ওঠে সর্বত্র। অধিকাংশই অনুমান করে বসেন, যে তিনি হলেন বাদশা।
এরপর থেকেই উদ্বেগ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সকলেই পালা করে বাদশাকে প্রশ্ন করতে থাকেন, তিনি কেমন আছেন, সোশ্যাল মিডিয়ায় ভক্তরাও একইভাবে প্রশ্ন করে চলেছেন তাঁর স্বাস্থ্যের খবর জানতে। অবশেষ বাদশা মুখ খুলতে বাধ্য হলেন। সাফ জানিয়ে দিলেন, তিনি সুস্থ রয়েছেন। চিন্তার কোনও কারণ সেই। বাদশার এই পোস্ট দেখা মাত্রই স্বস্তি ফেরে নেট দুনিয়ায়। ভক্তরাও বেজায় শান্তি পেল।
সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল ভিডিয়োকে কপি করে লিখলেন বাদশা। ভিডিয়োতে দেখতে পাওয়া ব্যক্তিকে আচমকা দেখলে বাদশা মনে হতেই পারে। এই ভিডিয়োর নিচেই পড়তে থাকে একের পর এক কমেন্ট। কেউ লেখেন, আস্তে বাদশা, কেউ আবার লিখলেন, দেখে…। তবে বাদশা একেবারে ঠিক আছেন বলেই জানিয়ে দেন।
আরও পড়ুন – বর্ষার মধ্যেই ডেঙ্গির প্রকোপ ক্রমেই বাড়ছে বাংলাদেশে, ২৪ ঘণ্টায় মৃত ৮, হাসপাতালে…
https://twitter.com/Its_Badshah/status/1680872266874142720?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1680872266874142720%7Ctwgr%5E666657246347f7e794ffa0d78e840bdcdfab734f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fentertainment%2Fculture%2Fdid-badshah-fall-off-stage-during-his-performance-862040.html
সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে তিনি জানিয়ে দিলেন, ”ভাই, আমি একদম ঠিক আছি। আমি কোনও মঞ্চ থেকে পরে যাইনি। আমি সুস্থ আছি। আমার হাত-পা সব ঠিক আছে। আমি আশা করব, যে ব্যক্তি মঞ্চ থেকে পড়ে গিয়েছেন, তিনি ভাল আছেন। আমি ঠিক আছি। একদম ঠিক আছি।”