হঠাৎ কালো হয়ে গেল Digha -র সমু্দ্রের জল, স্নানে নিষেধাজ্ঞা জারি

হঠাৎ কালো হয়ে গেল Digha -র সমু্দ্রের জল, স্নানে নিষেধাজ্ঞা জারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

Digha -র সমুদ্রের কালো জল ঘিরে চাঞ্চল্য ছড়ালো শনিবার। এদিন দীঘার সমুদ্রে  কাদা মাখা ঘোলা এবং কালো জল দেখে অবাক পর্যটক থেকে স্থানীয় মানুষ সকলেই। দীঘার সমুদ্সরে কালো জল দেখে আতঙ্মুকিত হয়ে পড়েন সকলে। সমুদ্দ্ররে নেমে যাতে বিপদে না পড়েন পর্যটকরা, তার জন্য নিষেধাজ্ঞা জারি প্রশাসনের।

এদিন সকাল থেকেই সমুদ্রের জলের এই আচমকা রং পরিবর্তন চোখে পড়ে৷ ১৫ আগস্টের আগে Digha -তে পর্যটকের ঢল নামলেও পর্যটকদের মনে আনন্দের বদলে আতঙ্ক দেখা দিয়েছে। মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে যে পর্যটকরা এসেছেন, দিঘায় সমুদ্র স্নান বন্ধের জন্য তাঁদের অনেকেই ফিরে যাচ্ছেন৷ বাকিরা দিঘায় থাকলেও সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করতে পারছেন না।

আর ও পড়ুন  Metro চলাচলের সময়সীমা বাড়লো কলকাতায়, খুশী Metro যাত্রীরা

স্থানীয় বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক কালে দিঘার সমুদ্রের এই রূপ তাঁরা দেখেননি৷ তবে বেশ কয়েক বছর আগে একবার দিঘার সমুদ্রের এরকমই কালো হয়ে গিয়েছিল৷ সমুদ্রের জল পুরো ঘোলা কর্দমাক্ত। স্নান করতে গেলে চোখে, মুখে, কানে ঢুকে যাচ্ছে ঘোলাটে কালো জল। যদিও এমনটা হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়।

বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ, প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র স্নানের উপরে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে বহু দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের। হঠাৎ সমুদ্রের জলের এই রং বদল কেন, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তাও বোঝার চেষ্টা চালাচ্ছেন প্রশাসনিক কর্তারা৷

এমনিতেই দিঘা, মন্দারমণিতে আসতে গেলে করোনা সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ মানতে হচ্ছে পর্যটকদের৷ তাই স্বাধীনতা দিবস এবং সপ্তাহান্তের ছুটি একসঙ্গে পড়লেও অতীতের তুলনায় ভিড় বেশ কিছুটা কম৷ তার মধ্যে সমু্দ্রের জল কালো হয়ে যাওয়ায় দিঘায় এসে হতাশ হয়ে ফিরছেন পর্যটকরা৷ ব্যবসায়ী থেকে শুরু করে হোটেল মালিকরাও হতাশ৷ তবে দিঘার সমুদ্রের জলের রং বদল হলেও মন্দারমণিতে সেরকম কিছু চোখে পড়েনি৷

তবে এদিন Digha -র সমুদ্রে  কাদা মাখা ঘোলা এবং কালো জল ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পর্যটক ও এলাকাবাসীদের মধ্যে। এদিন সকাল থেকেই সমুদ্রের জলের এই আচমকা রং পরিবর্তন চোখে পড়ে৷ ১৫ আগস্ট স্আবাধীনতা দিবসের আগে Digha -তে পর্যটকের ঢল নামলেও পর্যটকদের মনে আনন্দের বদলে আতঙ্ক দেখা দিয়েছে। মুর্শিদাবাদ, হাওড়া, কলকাতা সহ বিভিন্ন এলাকা থেকে যে পর্যটকরা এসেছেন, দিঘায় সমুদ্র স্নান বন্ধের জন্য তাঁদের অনেকেই ফিরে যাচ্ছেন৷ বাকিরা দিঘায় থাকলেও সমুদ্র স্নানের আনন্দ উপভোগ করতে পারছেন না। অনেকেই আতঙ্কে সমুদত থেকে উঠে পড়েন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top