তৃণমূল (tmc) নেতার বন্দুক হাতে ছবি দেখে মনে হচ্ছে তালিবানের ভিডিও, দিলীপ (Dilip)

তৃণমূল (tmc) নেতার বন্দুক হাতে ছবি দেখে মনে হচ্ছে তালিবানের ভিডিও, দিলীপ (Dilip)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Dilip
তৃণমূল (tmc) নেতার বন্দুক হাতে ছবি দেখে মনে হচ্ছে তালিবানের ভিডিও, দিলীপ (Dilip)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

যেভাবে একজন তৃণমূল নেতা দিনদুপুরে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেই ছবি দেখে মনে হচ্ছে তালিবানের ভিডিও। বর্তমানে বাংলার রাজনীতি এখন গুন্ডা, বদমাশ ও সমাজবিরোধীদের দের হাতে চলে গিয়েছে। শনিবার সকালে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে নিউ জলপাইগুড়ি স্টেশনে তৃণমূলের একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ (Dilip) ঘোষ।

 

সম্প্রতি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের জনবহুল এলাকায় একটি বন্দুক নিয়ে ঘোরার ছবি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয় এরপরই নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। শনিবার দলীয় কর্মসূচিতে দুদিনের উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ (Dilip) ঘোষ।

 

এদিন সকালে তিনি নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে বলে, যেভাবে একজন তৃণমূল নেতা জনবহুল এলাকায় বন্দুক হাতে নিয়ে ঘুরছে তা দেখে মনে হচ্ছে তালিবানের ছবি আসলে রাজ্যে ‘নব্য তালিবানদের’ শাসন চলছে। উনি যে রাজনৈতিক দলের নেতা দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু এরাই এখন দলের নেতা কারণ নির্বাচনে এরাই দলকে জয়ী করেছে। আসলে বাংলা রাজনীতি এখন এদের হাতে চলে গিয়েছে। গুন্ডা,বদমাশ সমাজবিরোধী এখন তৃণমূলের নেতা তাই পশ্চিমবঙ্গের এই দুর্দশা।

 

আর ও পড়ুন  চোখের ইশারায় রাইমা (Raima) হয়ে উঠলেন মহানায়িকা

 

অন্যদিকে তিনি আরো বলেন গোটা রাজ্য জুড়ে সাংগঠনিক একটা রদবদল হবে সেই নিয়ে আলোচনা চলছে। দলে যারা অন্য রাজনীতি দল থেকে এসেছে এবং তাদের জায়গা দিয়ে অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে।

 

অপরদিকে অনিত থাপার নতুন দলের আত্মপ্রকাশ প্রসঙ্গে দিলীপ (Dilip) ঘোষ বলেন, পাহাড়ের মানুষ আজও বিজেপির সাথে আছে। এর আগে তাদেরকে বহুবার ভোট দিয়ে জিতিয়েছে কিন্তু কোন লাভ হয়নি তাই এখন তারা বিজেপির সাথে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top