‘কেন আর জায়গা নেই কলকাতায় ?’ মমতা ও অভিষেকের কর্মসূচি ঘিরে বিস্ফোরক দিলীপ

‘কেন আর জায়গা নেই কলকাতায় ?’ মমতা ও অভিষেকের কর্মসূচি ঘিরে বিস্ফোরক দিলীপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

‘কেন আর জায়গা নেই কলকাতায় ?’ মমতা ও অভিষেকের কর্মসূচি ঘিরে বিস্ফোরক দিলীপ ,আজ রেডরোডের ধর্নামঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এদিকে ডিএ ধর্নার মঞ্চের অদূরেই আবার অভিষেকের সভা। আর এদিন মমতা ও অভিষেকের কর্মসূচি নিয়ে দিলীপ ঘোষ বলেন,’ উনি একজায়গায় ধর্না দিচ্ছেন, ভাইপো আরেক একজায়গায় ! আপনাকে ধর্না দিতে হবে ওখানেই, যেখানে অনশন চলছে’, বলে বিস্ময়প্রকাশ করেছেন বিজেপি নেতা।

 

 

 

 

 

প্রসঙ্গত, বকেয়া DA-আদায়ে (DA Agitation) আজ অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে, শহিদ মিনার চত্বরে DA-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা (Abhishek Banerjee Rally) রয়েছে। অশান্তি এড়াতে DA-মঞ্চ ও TMCP-র সভাস্থলের মাঝে তৈরি করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড। হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী, DA-মঞ্চের মঞ্চের দিক কেউ ঢুকতে পারবেন না।

 

 

 

পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে আজ বেলা ১২টা থেকে কাল সন্ধে পর্যন্ত ধর্না চলবে। মুখ্যমন্ত্রীর ধর্না চললেও, সচল রাখা হবে রেড রোড। আম্বেদকর মূর্তির সামনে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। এখানেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের দু’পাশে তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী ছাউনি। সেখানে অন্যদের বসার ব্যবস্থা করা হয়েছে।

 

 

 

 

আরও পড়ুন – আজ শহরে মেগা ইভেন্ট ! মমতার পাল্টা ধর্নায় বসছেন শুভেন্দুরাও

 

 

 

দিলীপ ঘোষ প্রশ্ন তুলে বলেন,’কেন আর জায়গা নেই কলকাতায় ? উল্লেখ্য, সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা হাইকোর্টে এসে আশঙ্কা প্রকাশ করেছিল, আগেও মঞ্চ ভেঙে দেওয়ার হুমকি এসেছে তাদের কাছে। বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও এসেছিল। এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির সংযোজন , ‘ডিএ- নিয়ে যারা ধর্না দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনে অ্যারেস্ট করবেন, তুলে দেবেন, কিন্তু পারেননি। কোর্ট তাঁদেরকে নির্দেশিকা দিয়েছে।’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top