নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর , ৩ অক্টোবর, ২০২০ঃ কৃষি বিলের সমর্থনে আবারো পথে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। টি এম সি কে আক্রমণ করে স্লোগান দিতেও দেখা গিয়েছে। পুষ্প বৃষ্টির মধ্যে দিয়ে মিছিলে করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে।
পূর্ব মেদিনীপুর জেলার মহীষাদলের বাবুর হাটে কেন্দ্রে কৃষি বিলের সমর্থনে বিজেপির তরফ থেকে এই পদ যাত্রার আয়োজন করা হয়েছিল। পদযাত্রায় প্রথম সারিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্ সভাপতি দিলীপ ঘোষ ও জেলা সভাপতি নবারুন নায়ক। এছারাও ছিলেন অন্যান্য নেতৃত্বরা। তবে করোনা আবহে অনেকেই মাস্ক না পরে, দূরত্ব বিধি বজায় না রেখে এই পদ যাত্রায় অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন…নাবালিকার বিয়ে রুখল পুলিশ
তাই এই রকম পদজাত্রার পর সংক্রমণ বেশি করে ছড়ানর আশঙ্কা থেকেই যায়।