রাজ্য সরকার এবং তৃনমূলের যৌথ চেষ্টায় খুন করেছে বিস্ফোরক দিলীপ ঘোষ

রাজ্য সরকার এবং তৃনমূলের যৌথ চেষ্টায় খুন করেছে বিস্ফোরক দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৭ অক্টোবর ২০২০: মনীশ শুক্লার খুনে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই খুনের ভিত্তিতে শুটারদের খুঁজে বের করতে রাতভোর তল্লাশি চালায় পুলিশ। দীর্ঘক্ষণ এক অভিযুক্তের মোবাইলে ফোন করতে থাকে পুলিশ।

এরপর ফোন বাজতেই ব্যারাক পুর পৌরসভার ৪নং ওয়ার্ডের একটি ফ্ল্যাটের তালা ভেঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ফ্ল্যাটে বসেই খুনের ছক করা হয়েছিল বলে পুলিশের অনুমান। তদন্তের সূত্রে নাম গোপন করেছে পুলিশ। টাটা গেটের সি সি টিভি ফুটেজ থেকে ক্লু পাওয়ার পর ধৃত নাসির খানকে নিয়ে ক্যানিংয়ে যান তদন্তকারীরা। তারপরই সেখান থেকে ২ সন্দেহভাজনকে আটক করে পুলিশ। এপ্রসঙ্গে চা চক্রে দিলীপ ঘোষ বলেন, “ মনীশ শুক্লার খুনের তদন্তের জন্য সি বি আই কে চাই। একজন নেতাকে প্রকাশ্যে এভাবে যারা গুলি করছে তাদের খবর তৃনমূলের নেতারা জানেন না তা মানা যায়না।

আরও পড়ুন…গৃহকর্তীর শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

রাজ্য সরকার এবং তৃনমূলের যৌথ চেষ্টায় খুন করেছে রাস্তা থেকে দু জনকে ধরে নিয়ে গেলে চলবে না সঠিক তদন্ত চাই। এইভাবে অ্যারেস্ট করে আই অয়াস করানো হচ্ছে। শেষ পর্যন্ত তদন্তে কি উঠে আসছে এখন সেটাই দেখার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top