‘যাঁদের জন্য সংসার চলছে, তাঁদের চোর-ডাকাত বলছেন’,মুখ্যমন্ত্রীকে তোপ দিলীপ ঘোষের ,বুধবার ধরনা মঞ্চ থেকে মমতা বলেছেন, ‘যে চোর ডাকাতগুলো চিরকুটে চাকরি পেয়েছিল সব গিয়ে ডিএ-র ওখানে বসে রয়েছে। তাঁদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে? সব চোর-ডাকাত।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আগে কুকুর-বিড়াল বলেছিলেন, এবার চোর ডাকাত বললেন।’ সরকারি কর্মীরা নিজেদের কাজের পরিপ্রেক্ষিতে ডিএ চেয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
দু মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মী সংগঠনগুলি। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সরব হয়েছেন তাঁরা। ৪০ দিনের বেশি অনশনও করেছেন তাঁরা। বুধবার সেই ধরনা মঞ্চের অদূরেই কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানে বক্তব্য পেশ করার সময় আন্দোলনকারীদের কটাক্ষ করেন মমতা। পাল্টা তোপ দেগেছে ডিএ আন্দোলনকারীরাও। বলেছেন, ‘চিরকুটের অভ্যাস আসলে ওঁর ভাল আছে। তাই বিধানসভায় ৩ শতাংশ ডিএ ঘোষণা চিরকুটে করেছিলেন। উনি যে চাপে পড়েছেন বোঝা যাচ্ছে।’
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘আন্দোলনকারীদের উনি চোর ডাকাত বলেছেন। যাঁদের জন্য ওঁর সংসার চলে। যাঁরা ওঁর পাশে ছিল। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্প যাঁরা রূপায়িত করেছেন। ২০২১-এর নির্বাচনে যাঁরা তৃণমূকে ৬০ শতাংশ পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিল। তাঁরা নায্য দাবি চাইতেই চোর ডাকাত হয়ে গেল?’
আরও পড়ুন – ভয় দেখিয়ে নেতাদের নাম বলানোর চেষ্টা এজেন্সির ! অভিষেকের মন্তব্যের পর একই…
তিনি আরও বলেন, ‘এর আগে বলেছিলেন ঘেউ ঘেউ করছেন। কুকুর বিড়াল বলেছিলেন ডিএ আন্দোলনকারীদের। তাঁরা কাটমানি চান না, সরকারি টাকাও ঝাড়ছেন না। তাঁরা যা পরিষেবা দিয়েছেন, তার বদলে ডিএ চাইছেন, যা অন্যান্য রাজ্যের কর্মীরাও পান।’ দিলীপ ঘোষের দাবি, জায়গায় জায়গায় মানুষ ধরনা করছেন, অনশন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। তৃণমূলকে উৎখাত করতে রাজ্যের মানুষ সুযোগ করছেন বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।