“কংগ্রেস টিএমসি এর চামচাগিরি করে”, কটাক্ষ‍ দিলীপ ঘোষের

“কংগ্রেস টিএমসি এর চামচাগিরি করে”, কটাক্ষ‍ দিলীপ ঘোষের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ২ অক্টোবর, ২০২০ : কংগ্রেস টিএমসি এর চামচাগিরি করে । কংগ্রেসের হিম্মত নেই টি এম সির বিরুদ্ধে বলার। এছার বলেছেন সারা দুনিয়ার টেররিষ্ট সব পশ্চিমবাংলায়। শ্মশানে শান্তি বিরাজ করছে। শুক্রবার সকালে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে ফিরে এভাবেই তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ।

একইসঙ্গে তিনি বলেছেন, ভারতীয় জনতা পার্টি কৃষকদের নিয়ে গ্রামে-গঞ্জে মিছিল করছে এতে কৃষকরা খুশি আছে। আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা এসে শহরে মিছিল করছে বলছে বিরোধী পার্টির সঙ্গে আছি।

পাশাপাশি উত্তর প্রদেশ প্রসঙ্গে বলেন কিভাবে দেখছেন উত্তরপ্রদেশ সরকার কড়াকড়ি ভাবে দেখছেন যারা দোষী তাদের সাজা হবেই। যারা রাজনীতি করতে যাচ্ছে তারা পশ্চিমবঙ্গে এসে দেখুন মহিলাদের কি অবস্থা। কংগ্রেসের হিম্মত নেই টিএমসির বিরুদ্ধে বলার। টিএমসির চামচাগিরি করবে  তাই জন্য জিম্মা দিয়ে রেখেছে।

আরও পড়ুন…রাহুল গান্ধীর উপর হামলার প্রতিবাদে কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল

অধীর চৌধুরী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, উনি তো চাকরি করেন অনেকে যেতেই হবে না হলে চাকরি থাকবে না। যদি দিল্লি বলে কংগ্রেস-তৃণমূল সমঝোতা করে নাও তাও করে নেবে যদি দিল্লি বলে দিদিমনির বাড়ি গিয়ে চাও খেয়ে আসবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top