ভাঙড় থেকে তৃণমূলকে পাল্টা মারের হুমকি দিলীপ ঘোষের  

ভাঙড় থেকে তৃণমূলকে পাল্টা মারের হুমকি দিলীপ ঘোষের  

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৬ ডিসেম্বর ২০২০ দক্ষিণ ২৪পরগণা,ভাঙড়ঃ দিনের পর দিন বিজেপি কর্মীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল। বিজেপি কর্মীদের মারছে আর সেই কর্মীদের নামেই কেস দিচ্ছে তৃণমূল।

এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ  ঘোষ বলেন, “যেদিন সত্যি সত্যি মারতে আরম্ভ করবো সেদিন ব্যান্ডেজ বাঁধার জায়গা থাকবেনা। এমনকি হাসপাতালে বেড ও পাবে না। বাইরে বেড খাটাতে হবে।”শনিবার দক্ষিন ২৪ পরগনার ভাঙড়ের বামনঘাটায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে এই  বিতর্কিত মন্তব্য করেন রাজ্য বিজেপির সভাপতি।  এছাড়াও নানাভাবে তৃণমূল কংগ্রেস ও বর্তমান রাজ্য সরকারের কটাক্ষ করেন দিলিপ ঘোষ। বরাবরই তৃণমূলের খাস তালুক হিসাবে পরিচিত ভাঙড়। তবে বিগত বেশ কয়েকমাস ধরে সেখানে নানা ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করছে বিজেপি। একাধিকবার ভাঙড়ে দিলীপ  ঘোষ এসেছেন এখানকার বিজেপি কর্মীদের মনবল চাঙ্গা করতে। সেই ভাঙড়ের বামনঘাটায় এদিন সকালে দলীয় কর্মী ও সমর্থকদের সাথে চায়েপে চর্চা অনুষ্ঠান করে কার্যত বিধানসভা ভোটের আগে তৃণমুলকেই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। তিনি আরো জানান রাজ্যে পিসি ভাইপোর রাজত্ব চলবে না। আমরা সাধারণ মানুষের হাতে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দিতে চাই কিন্তু তৃণমূলের দালাল নেতা কর্মীরা তা করতে দিচ্ছে না। এদিন “চায়পে চর্চা” অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতন।

আরও পড়ুন…নেশার টাকা দিতে অস্বীকার করায় তৃণমূল নেতাকে ছুরির কোপ সিউড়িতে

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top