উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও অন্ধ্রপ্রদেশ উপকূলের উপর তৈরি হয়েছে ( Disaster ) গভীর নিম্নচাপ। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ঘূর্ণাবর্তের ( Disaster ) জোড়া দাপটে উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি। কালিম্পংয়ে নামল ধস। ধস নামার জেরে কালিম্পং ও সিকিমের সঙ্গে শিলিগুড়ির সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। যার জেরে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প।
আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্মচাপের ( Disaster ) জেরে অতিভারী থেকে ভারী বৃষ্টিপাত চলবে উপকূলবর্তী ৩ জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। উপকূলের জেলাগুলিতে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্রে শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রে। মৎসজীবীদের সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হচ্ছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর হাওড়া, হুগলি এবং নদিয়াতেও শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।
আর ও পড়ুন নিয়া শর্মার এই সাহসী ( Bold ) পোশাক ও নাকের নত ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছে !
আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে, , কলকাতায় আগামী ৪৮ ঘণ্টা ধরে চলবে প্রবল বৃষ্টি। বৃষ্টি হলেও তাপমাত্রার হেরফের নেই বললেই চলে। বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকায় কলকাতা সহ সন্নিহিত অঞ্চলে তাপমাত্রা আরও বাড়বে।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এবং ঘূর্ণাবর্তের জোড়া দাপটে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে চলছে প্রবল বৃষ্টি। আজ সকাল থেকেই নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, সাগরে এক নাগাড়ে চলছে বৃষ্টিপাত। উপকূলের জেলাগুলিতে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্রে শুরু হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস। ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইছে সমুদ্রে। কৌশিকী অমাবস্যায় কোটালের জেরে নদী ও সমুদ্রের জোয়ারের জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘির গ্রাম গুলিতে।
হু হু করে ঢুকছে জল, ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন গ্রামবাসীরা। বাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন ত্রাণ শিবিরে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী তিন-চারদিন ভারী বৃষ্টিপাত চলবে উপকূলবর্তী জেলাগুলিতে। মৎসজীবীদের সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হচ্ছে।নিম্নচাপ আর অমাবস্যার জেরে ফুঁসছে দিঘার সমুদ্র। দিঘায় সমুদ্রের বড় বড় ঢেউ এসে ধাক্কা মারছে গার্ড ওয়ালে। সেই দৃশ্য চাক্ষুষ করতে ভিড় জমাচ্ছেন উৎসুক পর্যটকরা।
সমুদ্রের জল ঢুকছে দিঘা শহরেও। শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে গিয়েছে। ৩০ ফুট উচ্চতা ছাড়িয়ে যাচ্ছে সমুদ্রের ঢেউ। দিঘার সমুদ্র তীরবর্তী গ্রামগুলিতেও ঢুকছে জল। আতঙ্কে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা। দিঘার উত্তাল সমুদ্র মনে করাচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াসের সময়কার স্মৃতি। কোনওরকম দুর্ঘটনা এড়াতে দিঘার সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। পুলিশের তরফে মাইকিং করে পর্যটকদের সমুদ্রের দিকে আসতে বারণ করা হচ্ছে।মৎসজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে।