রাফা ইয়াসমিনের ভোটের আবেদনে প্রচারে জেলা তৃণমূল

রাফা ইয়াসমিনের ভোটের আবেদনে প্রচারে জেলা তৃণমূল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাফা ইয়াসমিনের ভোটের আবেদনে প্রচারে জেলা তৃণমূল। জি টিভি সারেগামাপার মঞ্চ কাঁপানো মালদহের রাফা ইয়াসমিনের ভোটের জন্য আবেদন জানাতে পথে নেমে প্রচারে জেলা তৃণমূল নেতৃত্ব। জিটিভি সারেগামাপা লিটল চ্যাম্পসে মালদার মেয়ে রাফা ইয়াসমিনের প্রতিভা তাক লাগিয়েছে সারা দেশকে। এই মুহূর্তে সে শিরোপা জেতার অন্যতম দাবীদার। রাফা মালদা শহরের বাসিন্দা হলেও তার বাবার পৈতৃক বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাংরুয়া গ্রামে। ছোট বেলা রাফাও সেই গ্রামেই বড় হয়েছে। ওই গ্রামের বাসিন্দা এলাকার বিধায়ক তাজমুল হোসেন এখন রাজ্যের প্রতিমন্ত্রী।

 

তিনিও গর্বিত করেছেন এলাকাবাসীকে।এবার রাফার সাফল্যে আশায় বুক বাঁধছে হরিশ্চন্দ্রপুরবাসী।তাই সামনে পঞ্চায়েত ভোট হলেও রাজনীতির সমস্ত কাজ ছেড়ে রাফা ইয়াসমিনকে সমর্থনের আবেদন জানাতে রবিবার পথে নামলেন মন্ত্রীর ভাই তথা মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান। জি টিভির দেওয়া নাম্বার ৯১৫২৯১৫২৩০ এ মিসড কল দিয়ে রাফাকে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন এলাকাবাসীকে। বাড়ি বাড়ি গিয়ে এমনকি পথ চলতি মানুষের কাছেও আবেদন জানান তিনি। ছোট বেলা থেকে সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে রাফার এই যাত্রা অনুপ্রেরণা যোগাচ্ছে এলাকার সকল মানুষকে।

আরও পড়ুন –  ফাঁক বুঝে ভরা এজলাস থেকে ফাঁক গলে পালাল আসামী

উল্লেখ্য, জি টিভি সারেগামাপার মঞ্চ কাঁপানো মালদহের রাফা ইয়াসমিনের ভোটের জন্য আবেদন জানাতে পথে নেমে প্রচারে জেলা তৃণমূল নেতৃত্ব। জিটিভি সারেগামাপা লিটল চ্যাম্পসে মালদার মেয়ে রাফা ইয়াসমিনের প্রতিভা তাক লাগিয়েছে সারা দেশকে।এই মুহূর্তে সে শিরোপা জেতার অন্যতম দাবীদার।রাফা মালদা শহরের বাসিন্দা হলেও তার বাবার পৈতৃক বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাংরুয়া গ্রামে। ছোট বেলা রাফাও সেই গ্রামেই বড় হয়েছে। ওই গ্রামের বাসিন্দা এলাকার বিধায়ক তাজমুল হোসেন এখন রাজ্যের প্রতিমন্ত্রী।তিনিও গর্বিত করেছেন এলাকাবাসীকে।

 

এবার রাফার সাফল্যে আশায় বুক বাঁধছে হরিশ্চন্দ্রপুরবাসী।তাই সামনে পঞ্চায়েত ভোট হলেও রাজনীতির সমস্ত কাজ ছেড়ে রাফা ইয়াসমিনকে সমর্থনের আবেদন জানাতে রবিবার পথে নামলেন মন্ত্রীর ভাই তথা মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান। জি টিভির দেওয়া নাম্বার ৯১৫২৯১৫২৩০ এ মিসড কল দিয়ে রাফাকে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন এলাকাবাসীকে। বাড়ি বাড়ি গিয়ে এমনকি পথ চলতি মানুষের কাছেও আবেদন জানান তিনি। ছোট বেলা থেকে সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে রাফার এই যাত্রা অনুপ্রেরণা যোগাচ্ছে এলাকার সকল মানুষকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top