গরমে ক্লান্ত মুখের জেল্লা ফেরাতে বাড়িতেই বানিয়ে নিন এই টোনার

গরমে ক্লান্ত মুখের জেল্লা ফেরাতে বাড়িতেই বানিয়ে নিন এই টোনার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গরমে ক্লান্ত মুখের জেল্লা ফেরাতে বাড়িতেই বানিয়ে নিন এই টোনার, গরমের দিনে এই টোনার খুব ভাল কাজ করে আর তা বানিয়ে নিতে পারেন বাড়িতেই,ত্বকের যত্ন নিতে ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং হল খুবই গুরুত্বপূর্ণ। রোজ এই তিন নিয়ম মেনে চলতে পারলে ত্বক থাকবে সতেজ। তবে আমরা অধিকাংশই এই নিয়ম মেনে চলতে পারি না। ইদানিং বাইরের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এই ঠান্ডা তো এই গরম। এতে শরীরের পাশাপাশি ত্বকের উপরেও প্রভাব পড়ে। আর তাই ত্বকের যত্ন নিতে সাধারণ এই সব নিয়ম মেনে চলুন। বাইরে থেকে ফিরে শুধুই মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগালে চলবে না। টোনিং ও খুব গুরুত্বপূর্ণ। টোনার বাদ দিয়ে ত্বকের পরিচর্যা কোনও ভাবেই সম্ভব নয়। এছাড়াও টোনার বাদ দিয়ে শুধুই ময়েশ্চারাইজার ব্যবহার করলে রোমকূপ বন্ধ হয়ে যায়।

 

 

 

কী ভাবে বানাবেন শসা অ্যালোভেরার টোনার

মাঝারি মাপের একটা শসা আর অ্যালোভেরা জেল নিতে হবে ৩ চামচ। একটা স্প্রে বোতল সঙ্গে রাখুন। কুরনো শসা আর অ্যালোভেরা জেল খুব ভাল করে মিশিয়ে নিন। খুব ভাল করে মিশলে তবেই স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। ২ ঘন্টা রাখলেই টোনার তৈরি। প্রতিবার মুখ ধোওয়ার পর ভাল করে টোনার স্প্রে করে নিন মুখে। নিমেষের মধ্যে ঝকঝক করবে ত্বক। গরমের দিনে এই টোনার ত্বকের জন্য খুব ভাল। বাইরে থেকে বাড়িতে ফিরে মুখ ভাল করে ধুয়ে এই টোনার লাগিয়ে নিন। তাতেই কাজ হবে।

 

আরও পড়ুন – টলিপাড়ার অসুস্থ বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। দেখতে এল না টলিউড!

 

রোমকূপ বন্ধ হয়ে গেলে যাবতীয় ময়লা, তেল মুখেই জমতে থাকে। ফলে তখন ব্রণর সম্ভাবনা বেড়ে যায়। যে কোনও টোনার ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। স্ই সঙ্গে যে কোনও ময়েশ্চারাইজার যাতে ত্বকের গভীরে গিয়ে কাজ করতে পারে তার জন্যেও ত্বককে প্রস্তুত করে দেয় টোনার। দূষণ, ধুলোবালির হাত থেকে ত্বককে রক্ষা করতে টোনার ছাড়া গতি নেই।গরমের দিনে এই টোনার খুব ভাল কাজ করে আর তা বানিয়ে নিতে পারেন বাড়িতেই,ত্বকের যত্ন নিতে ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং হল খুবই গুরুত্বপূর্ণ। রোজ এই তিন নিয়ম মেনে চলতে পারলে ত্বক থাকবে সতেজ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top