
কৃতী শ্যানন
অভিনেত্রী কৃতী শ্যানন একজন নামী অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া ( Doctor ) হিসাবেও পরিচিত। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর কৃতী অভিনয়কে পেশা হিসাবে বেছে নিয়েছেন। এহেন অভিনেত্রীর পরিবারও বেশ শিক্ষিত পরিবারের অংশ। তারকার মা গীতা শ্যানন পেশায় একজন অধ্যাপক। কৃতীর মা গীতা দিল্লি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক।
প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর মায়ের ঘনিষ্ঠতা সর্বন বিদিত। বলিউডে ( Doctor ) পা রাখার কিছু বছর পর বাবাকে হারান প্রিয়াঙ্কা। তবে পরিবারের শোক প্রিয়াঙ্কার অভিনয়কে আটকে রাখতে পারেনি। বলিউডের পর হলিউডে পাড়ি দিয়ে প্রিয়াঙ্কা নিজের গুণ বুঝিয়েছেন। পেশাগতভাবে প্রিয়াঙ্কা চোপড়ার মা একজন চিকিৎসক।
আর ও পড়ুন যেসব তারকারা বলিউডের সুপারস্টার ( Superstar ) হওয়ার পাশাপাশি খুব ভালো গায়ক গায়িকা
কার্তিক আরিয়ান
অভিনেতা কার্তিক আরিয়ান একজন স্বনামধন্য তারকা। বলিউডে( Doctor ) নেপোটিজমের দাপটের মাঝেও বহু স্টার কিডকে ছাপিয়ে কার্তিক নিজের পরিচিতি তুলে ধরেছেন। তাঁর পরিবার যদিও ফিল্ম জগত থেকে বহু ক্রোশ দূরে। কার্তিকের পরিবার মূলত, চিকিৎসক পরিবার বলে পরিচিত। তাঁর মা মালা তিওয়ারি পেশায় নারী রোগ বিশেষজ্ঞ। বাবা মণীশ তিওয়ারি শিশুরোগ বিশেষজ্ঞ। তবে কার্তিক চিকিৎসকের পেশা থেকে অনেক দূরে ফিল্মকেই বেছে নিয়েছেন।
দীপিকা পাড়ুকোন
প্রখ্যাত খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের সন্তান হিসাবে দিপীকার যে পরিচিতি রয়েছে, তাকে ছাপিয়ে গিয়েছে ফিল্ম জগতে দীপিকার নিজের প্রবল দাপুটে অভিনয়। তবে তাঁর মা উজ্জ্বলা পাড়ুকোনও জনপ্রিয়তার বিচারে কিছু কম যান না! পেশাগতভাবে বহু বছরই ট্রাভেল ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন দীপিকার মা তথা প্রকাশ পত্নী উজ্জ্বলা।
উল্লেখ্য, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর মায়ের ঘনিষ্ঠতা সর্বন বিদিত। বলিউডে ( Doctor ) পা রাখার কিছু বছর পর বাবাকে হারান প্রিয়াঙ্কা। প্রখ্যাত খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের সন্তান হিসাবে দিপীকার যে পরিচিতি রয়েছে, তাকে ছাপিয়ে গিয়েছে ফিল্ম জগতে দীপিকার নিজের প্রবল দাপুটে অভিনয়।