শহরে চিকিৎসকের রহস্যমৃত্যু! বিদেশী বান্ধবীর বহুতলের নীচ থেকে উদ্ধার কলকাতার চিকিৎসকের দেহ

শহরে চিকিৎসকের রহস্যমৃত্যু! বিদেশী বান্ধবীর বহুতলের নীচ থেকে উদ্ধার কলকাতার চিকিৎসকের দেহ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শহরে চিকিৎসকের রহস্যমৃত্যু! বিদেশী বান্ধবীর বহুতলের নীচ থেকে উদ্ধার কলকাতার চিকিৎসকের দেহ, জানা গিয়েছে, শুভঙ্কর (Shuvankar) পেশায় পেডিয়াট্রিক চিকিৎসক। বিদেশি বান্ধবীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ওই চিকিৎসক সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয়। শহরে এক চিকিৎসকের রহস্যমৃত্যু (Mysterious Death) । বিদেশি বান্ধবীর বহুতলের নীচ থেকে দেহ উদ্ধার। প্রগতি ময়দান থানা (Pragati Maidan Police Station) এলাকার ঘটনা। জানা গিয়েছে, ওই বহুতলেই থাকেন চিকিৎসকের বান্ধবী। পুলিশ (Police)সূত্রে খবর, মৃত চিকিৎসকের নাম শুভঙ্কর চক্রবর্তী (Suvankar Chakrabarty)।

 

 

 

 

 

 

কিছুদিন আগেই কলকাতার অদূরে বারাকপুর ক্যান্টনমেন্টের সেনা ছাউনির ম্যান্ডেলা হাউস আবাসনে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। এক্ষেত্রে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর সঙ্গী চিকিৎসকের বিরুদ্ধে। এখনও পর্যন্ত এক্ষেত্রে তেমন কোনও অভিযোগ ওঠেনি।

 

 

 

 

সকালে বহুতলের নিরাপত্তারক্ষীরা বহুতলের নীচ থেকে দেহ পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সোমবার মাঝ রাতে ওই বহুতল থেকে পড়ে গিয়েছেন শুভঙ্কর (Suvnakar Chakrabarty) । কিন্তু সেটা কীভাবে, তা নিয়ে সন্ধিহান তদন্তকারীরাও। আদৌ পড়ে গিয়েছেন, নাকি তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

 

আরও পড়ুন –  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার একাংশকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব…

 

 

আরও পড়ুন –  বেঙ্গলুরুতে এক মঞ্চে রাহুল-সনিয়া-মমতা, টুইট করে ক্ষোভ প্রকাশ কংগ্রেস নেতাদের,

 

 

 

জানা গিয়েছে, শুভঙ্কর (Suvankar Chakrabarty) পেশায় পেডিয়াট্রিক চিকিৎসক। বিদেশি বান্ধবীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ওই চিকিৎসক সামাজিক মাধ্যমেও (Social Media)বেশ সক্রিয়। তাই এই মৃত্যুর পিছনে চিকিৎসকের কোনও মানসিক অবসাদ কাজ করছিল কিনা, আদৌ ঘটনার সময়ে ওই বান্ধবী ফ্ল্যাটে ছিলেন না, এই সব কিছুই তদন্ত সাপেক্ষ।

 

 

 

 

আরও পড়ুন –  ‘ভাল এবং ফলপ্রসূ বৈঠক’, মমতার কথা টুইট করল কংগ্রেস, কি বললেন তৃণমূল…

 

 

( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top