Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
জেলা পরিষদের দখল হওয়া জায়গা খালি করার অনুরোধ করলেন Dr. Manas Bhunia.......

জেলা পরিষদের দখল হওয়া জায়গা খালি করার অনুরোধ করলেন Dr. Manas Bhunia

জেলা পরিষদের দখল হওয়া জায়গা খালি করার অনুরোধ করলেন Dr. Manas Bhunia

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Dr. Manas Bhunia
জেলা পরিষদের দখল হওয়া জায়গা খালি করার অনুরোধ করলেন Dr. Manas Bhunia
ছবি সংগ্রহে সাইন টিভি

Dr. Manas Bhunia জেলা পরিষদের দখল হওয়া জায়গা খালি করার অনুরোধ জানালেন। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের পুরনো বিডিও অফিস থেকে বর্তমান বিডিও অফিস পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার দু’ধারে জেলা পরিষদের ও ওয়াকফ বোর্ডের কিছুটা জায়গা রয়েছে ।সেই জায়গা বেশ কয়েকজন দখল করে রেখেছে। যার ফলে রাস্তা টি সম্প্রসারণের কাজ বন্ধ রয়েছে। সবং এর রুইনান এলাকায় বাস টার্মিনালের কাজ শুরু হয়েছে। যার ফলে দ্রুত রাস্তা সম্প্রসারণ প্রয়োজন। বারবার বলা সত্ত্বেও পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জায়গা দখল করে রাখা ব্যক্তিরা সেই জায়গা থেকে সরছে না।

আর ও পড়ুন ; Babul Supriya -কে নিয়ে জল্পনা চড়িয়ে দিলেন BJP নেতা Rudranil

যার ফলে ওই রাস্তাটি সম্প্রসারণের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে। সবং এর বিধায়ক তথা রাজ্যের জল সম্পদ মন্ত্রী Dr. Manas Bhunia বলেন যেভাবে সবং এর তেমাথানি এলাকাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। ঠিক একইভাবে সবং বাজারকে সুন্দরভাবে সাজানো হবে। তাই যারা জেলা পরিষদের জায়গা দখল করে রয়েছে তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করেন Dr. Manas Bhunia । যদি তাতে কাজ না হয় তাহলে প্রশাসনিকভাবে জেলা পরিষদের দখল হয়ে যাওয়া জায়গাকে মুক্ত করা হবে। তাই বিষয়টি জেলা পরিষদ কে জানানো হয়েছিল। যার ফলে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ ও বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ সবং এর ওই এলাকায় যায়।

 

সেখানে গিয়ে তারা জেলা পরিষদের রাস্তাটি খতিয়ে দেখেন এবং বিডিও অফিসে গিয়ে বি ডিও, সবং থানার ওসি সহ অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলে জেলা পরিষদের ওই জায়গাকে দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আলোচনা করেন ।খুব শীঘ্রই জেলা পরিষদের ওই জায়গা দখল মুক্ত করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।তাদের সাথে ছিলেন সবং এর প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া ,সবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ অন্যান্যরা। যেভাবে দখল হয়ে যাওয়া জেলা পরিষদ এর জায়গা উদ্ধার করার জন্য পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের দুইজন কর্মাধ্যক্ষ রাস্তায় নেমে গোটা বিষয়টি খতিয়ে দেখলেন তা দেখে খুশি এলাকার বাসিন্দারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top