
চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং মডেল মৌনী রায়। তিনি কালারসে ( Dress ) সম্প্রচারিত নাগিন চরিত্রে অভিনয়ের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেছেন।এই অভিনেত্রীকে একদিন জনসমক্ষে পোশাক খুলে যাওয়ার জন্য বিব্রত হতে হয়।
জনসমক্ষে পোশাক ( Dress ) খুলে যাওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন অনেক তারকাই। তবে এবার প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হলেন মৌনী রায়।
সম্প্রতি টি-সিরিজ সংস্থার অফিসের বাইরে মৌনীকে ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফাররা। মৌনীর পরনে ( Dress ) ছিল ফুল ছাপের লম্বা ড্রেস। ঘাড়ের কাছে গিঁট বাঁধা ছিল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ‘পোজ’ দিতে দিতে হঠাৎ অস্বস্তি হতে শুরু করে ‘নাগিন’খ্যাত অভিনেত্রীর।
আর ও পড়ুন বড় বোন রিদ্ধিমার পোশাক চুরি করে প্রেমিকাকে দিতেন রণবীর ( Ranbir ) !
বারবার বুকের কাছে জামা টানতে থাকেন তিনি। ভিডিওতে দেখা যায়, তিনি ফটোগ্রাফারদের ডাক এড়িয়ে রাস্তায় বেরিয়ে যান। সঙ্গে ছিলেন তার দেহরক্ষীও। বোঝা যায়, ঘাড়ের কাছে বাঁধা পোশাকের গিঁট আলগা হয়ে এসেছিল।
এই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা লিখেছেন, ‘অস্বস্তি হলে এমন খোলামেলা পোশাক পরার কী দরকার?’ পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অমিতাভ বচ্চন, আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে মৌনী রায়কেও দেখা যাবে।
সম্প্রতি ‘বৈঠে বৈঠে’ বলে জি-মিউজিকের একটি গানের ভিডিওতে অঙ্গদ বেদির সঙ্গে অভিনয় করেছেন এই বাঙালি কন্যা।
নাগিনে শিবণ্যা রিতিক সিং এবং শিবাঙ্গী রকি প্রতাপ সিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেছেন।
এছাড়াও তিনি জুনুন – অ্যায়সি নাফরাত তো ক্যায়সা ইশকে মীরা চরিত্রে অভিনয় করেছেন। ২০১৪ সালে, তিনি ঝলক দিখলা যায় একজন প্রতিযোগী হিসেবে প্রতিযোগিতা করেছেন। তিনি হচ্ছেন একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী।