সকাল থেকেই সাজসাজ রব সার্থকতা পেলো রাত ৯টা ২৮মিনিটে। রাত বাড়ায় প্রথম দিনে বন্দে ভারত ঘিরে সাড়ম্বর কর্মসূচিতে ভাটা। সকাল থেকেই সাজসাজ রব সার্থকতা পেলো রাত ৯টা ২৮মিনিটে। রাত বাড়ায় প্রথম দিনে বন্দে ভারত ঘিরে সাড়ম্বর কর্মসূচিতে ভাটা। রাত সাড়ে নয়টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলাপাই স্টেশনে পৌছায়। ট্রেনটি পৌঁছতেই ঢাকঢোল বাজিয়ে স্বাগত জানানো হয়।
তবে আরও একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা জানানো হলেও রাত নটা বাজতেই ফাঁকা হতে থাকে এনজেপি স্টেশন চত্ত্বর। ফলে বন্দে ভারত এনজেপিতে সেভাবে কোনো আয়োজন ছিল না। নামমাত্র ঢাকঢোল পিটিয়ে স্বাগত জানানো হয়। আবার অনেকেই মনে করছেন হাওড়ায় মুখ্যমন্ত্রীকে অবমাননা করায় তা ভালো চোখে নেননি অনেকেই। যার জেরে এনজেপিতে আয়োজনে ভাটা পড়ে। এদিন ট্রেনে রেল আধিকারীক ও মন্ত্রী, বিধায়ক ও সাংসদেরা উপস্থিত ছিলেন।
শুক্রবার উদ্বোধনী যাত্রায় হাওড়া থেকে এনজেপি পৌছতে ট্রেনটি এনজেপি পৌঁছে ফের রাতেই হাওড়ার উদ্দেশ্যে রওয়ানা দেওয়া কথা। এদিন সকাল থেকেই সাজসাজ রব ছিল এনজেপি স্টেশন জুড়ে। এনজেপিকে আন্তর্জাতিক মানের রেল স্টেশন তৈরির কয়েকশো কোটি টাকার নকশা প্ৰকাশ্যে আনা হয়েছে কেন্দ্রের তরফে। এদিন তার ভিত্তি প্রস্তর স্থাপন করে পুজোঅর্চনা করেন দার্জিলিং বিজেপি সাংসদ।
আরও পড়ুন – বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢুকতেই পুষ্প বৃষ্টি শুরু
বন্দে ভারতের প্রবেশের দিনকে বেছে নিয়েই ভোটমুখী প্রচারে এদিন সকালে ভিত্তি প্রস্থরের অনুষ্ঠান বলেই মত রাজনৈতিক মহলের। রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন রাত ৯.২৮নাগাদ তা এনজেপিতে পৌছায়। ট্রেনে তিনি সহ অন্যান্য রেল আধিকারিকরা ছিলেন। ৩০শে ডিসেম্বর থেকেই যাত্রীদের জন্য টিকিট চালু করা হয়েছে। তবে এদিন রাতেই ট্রেনটি রক্ষণাবেক্ষনের জন্য হাওড়ায় ফিরে যাবে।