নিউজ ডেস্ক ২৩ ডিসেম্বর ২০২০ : করোনা আবহে নাজেহাল গোটা বিশ্ব। টিকার অপেক্ষায় দিন গুনছে গোটা দেশবাসী। করোনা সংক্রমণে এবছরে বদল এসেছে বহু ক্ষেত্রেই।
আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের স্কুলে এবছর ক্লাস না হওয়ায় সিলেবাস নিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছিল তাঁরা। তারপরই সিলেবাস কাটছাঁট করে দেওয়া হয় পড়ুয়াদের সুভিধার কথা ভেবে। করোনার কারণে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাস চলছে অনলাইনে। তাই পরীক্ষা কবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন রাজ্যের পড়ুয়ারা। তাই পড়ুয়াদের দুশ্চিন্তা কমিয়ে তাঁদের স্বস্তি দিতে এবার নয়া ঘোষণা জানালো শিক্ষা মন্ত্রক। কোভিডের কারণে পিছিয়ে দেওয়া হল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। দুটো পরীক্ষাই হবে ২০২১ এর জুন মাসে। বুধবার এমনটাই জানালো শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর , আসন্ন আগামী বছরের মাদ্ধমিকন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে চেয়ে রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই প্রস্তাবে রাজ্য সরকার সায় দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই আপাতত আগামী বছরের পরীক্ষার সময় জানতে পেরে স্বস্তিতে পড়ুয়ারা।
আরও পড়ুন…পার্টিকে বলব, আমাকে এমএলএ টিকিট দেওয়ার দরকার নেই জানালেন শুভেন্দু অধিকারী