নিজস্ব সংবাদদাতা,৩০ জুলাই ২০২১: নিম্নচাপের ফলে বুধ এবং বৃস্পতিবার যে টানা বৃষ্টি চলবে সেই পূর্বাভাস আগেই পাওয়া গিয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে। বুধবার মাঝ রাত্রি থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। যা চলে বৃহস্পতিবার মাঝ রাত্রি পর্যন্ত। তবে, এখানেই শেষ নয়, আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি।
বৃহস্পতিবার এর বৃষ্টি “আয়লা”,”ফনি” বা “আমফান” না হলেও টানা যে পরিমানে বৃষ্টি হয়েছে, তার জেরে তীব্র সমস্যার মুখে পড়েছে দক্ষিণবঙ্গ। বৃষ্টির জেরে মহানগরীর একাধিক রাস্তা, যেমন, বিবেকানন্দ রোড, কলেজ স্ট্রিট, পার্ক সার্কাস ,বেহালা সহ একাধিক জায়গা জলমগ্ন। যার জেরে যেসকল গাড়ি বৃহস্পতিবার রাস্তায় নেমেছিল তাদের একাংশের তীব্র সমস্যায় পড়তে হয়েছে। কোথাও প্রায় জলে ডুবে যায় গাড়ি এমন অবস্থা আবার কোথাও জলের মধ্যে গাড়ি খারাপ হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। নির্দিষ্ট সময় কাজে পৌঁছানোর জায়গায় বাস- অটোর অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। শুক্রবারও বেশ কিছু জায়গায় জল জমা থাকায় একই ছবি ধরা পড়েছে।
যদিও এই বিষয় কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানিয়েছেন, খুব বৃষ্টি হয় নি, যে সমস্ত জায়গায় জল জমেছিল সেই জায়গাগুলিতে দ্রুত জল নামানোর কাজ করা হয়েছে। তবে, বৃস্পতিবার প্রায় সারাদিন ৪৭ মিলিমিটার বেগে বৃষ্টির জেরে সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী যে প্রবল সমস্যার মুখে পড়েছেন তা বৃহস্পতিবার এর বৃষ্টির পর মহানগরীর ছবি দেখেই পরিষ্কার।