ঠাকুর ভাসানের কাঠামো না তোলায় বিপুল পরিমান ক্ষতি এক মাছ ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দাদের

ঠাকুর ভাসানের কাঠামো না তোলায় বিপুল পরিমান ক্ষতি এক মাছ ব্যবসায়ী সহ স্থানীয় বাসিন্দাদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৮ নভেম্বর ২০২০ উত্তর ২৪পরগণা: পচা কাঠামোর সঙ্গে বিষাক্ত রং জলে মিশে লক্ষ লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠল। মূলত বাটা, সিলভার ক্যাপ প্রচুর সংখ্যায় মারা গেছে।

এছাড়াও বেশ কিছু রুই -কাতলা ও মরে গেছে বারাসাত পুরসভার ৩০নম্বর ওয়ার্ডে রথতলা দিঘির পুকুরে স্থানীয় রজত ঘোষ নামে এক ব্যক্তি প্রায় ২৫ লক্ষ টাকার মাছ ছেড়েছিল। প্রতিবছর এই পুকুরে ঠাকুর ভাষান হবার সঙ্গে সঙ্গেই কাঠামো তুলে নেওয়া হতো কিন্তু এবছর সেই কাঠামো তোলেনি পুরসভা যার কারণে প্রায় ৮-১০ লাখ টাকার মাছ মরে গেছে বলে অভিযোগ করলো ঐ মাছ ব্যবসায়ীর ম্যানেজার সঞ্জীব নাগ। পুরসভার সাফাই কর্মীরা এব্যাপারে কিছু না বললেও ঐ ব্যবসায়ীর দাবি রাসায়নিক মিশে গিয়ে এই ঘটনা ঘটেছে।

 

আরও পড়ুন…নবগ্রাম কিরীটেশ্বরী মন্দিরে সস্ত্রীক পূজো দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়

পুরসভার তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও প্রশ্ন এই বিপুল পরিমান ক্ষতি কে পূরণ করবে?

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top