লোকাল ট্রেন চালানোর দাবিতে চলছে বিক্ষোভ Duttapukur স্টেশনে

লোকাল ট্রেন চালানোর দাবিতে চলছে বিক্ষোভ Duttapukur স্টেশনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Duttapukur

নিজস্ব প্রতিবেদক,উত্তর ২৪ পরগনা: বুধবার সকালে লোকাল চালানোর দাবিতে শিহালদহ-বনগাঁ শাখার Duttapukur স্টেশবে অবরোধ, বিক্ষোভ যাত্রীদের।

প্রায় ঘন্টা দেড়েক ধরে চলে এই অবরোধ।পরবর্তীতে রেলের লোকজন এলেও অবরোধ অব্যাহত।বিক্ষোভকারী যাত্রীদের দাবি অন্যান্য স্টেশনে, যেমন বারাসত, মধ্যমগ্রাম থেকে লোকাল চললেও Duttapukur স্টেশন থেকে কোন লোকাল ট্রেন চলছে না অফিস টাইমে।

মূলত ৮ টা ৪২ ও ৯ টা ৪২ এই দুই Duttapukur লোকাল চালানোর দাবিতেই এই অবরোধ বিক্ষোভ যাত্রীদের।ডাউন ৮ টা ৪২ ও ৯ ৪২ এই দুটি দত্তপুকুর লোকাল অবিলম্বে চালাতে হবে,না হলে যাত্রীরা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান।

আর ও পড়ুন ;  ২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?

তাদের দাবি অফিস টাইমে এই দুই লোকাল বন্ধ থাকার কারণে Duttapukur স্টেশন থেকে ট্রেনে উঠতে পারে না যাত্রীরা।অনেকেই ট্রেনে উঠতে গিয়ে পরে গিয়ে আহত হয়।ঘটনাস্থলে পৌছায় জি আর পি,কথা বলে যাত্রীদের সাথে।তবে দেড় ঘন্টা পরও অবরোধ থেকে পিছু হটে না অবরোধকারীরা।তাদের দাবি যদি এই দুই লোকাল ট্রেন অবলম্বে চালু না করা হোক নাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top